Tuesday, April 28, 2015

মনুষত্বের অন্ধত্ব

মনুষত্বের অন্ধত্ব
....................... ঋষি
==========================================
সহজাত প্রবাহের ভিতর বাহিরে
মানুষের  সার্বিক আদালতে  দেবী অন্ধ।
গান্ধারীরী স্বেচ্ছা অন্ধত্বের নকলে মনুষত্ব অন্ধ কোথাও
পুরনো  পৌরানিক সভ্যতা আজ অন্ধত্বে ভুগছে।
অন্ধত্বে ভুগছে প্রত্যাহিত মানুষের বেঁচে ফেরা
আমরা সমাজ বলি ,আরো সহজে দেশ ,
টুকরো টুকরো ভাবনার নোলকে জীবন মরছে।

জন্ম নেওয়া  সদ্য শৈশব
অন্ধত্ব গ্রাস করছে হারিয়ে যাওয়া ছেলেবেলার খেলার মাঠে।
অকালপক্য যৌবনে ভাবনারা শুয়ে থাকে মিডিয়ার বিছানায়
লাল রং ,লাল নেশায় হারিয়ে যাওয়া জৈবিক চাহিদায়।
কোথায় যেন সংসার শব্দটা জনপ্রিয়তা হারাচ্ছে
লিভ টু গেদার ,সোসাল সাইডের চার্মিং নেটয়ার্কে,
সম্পর্কগুলো যেন  হ য ব র ল হয়ে আছে।
তারপর বার্ধ্যকের নিয়মমাফিক সাদা চুলে দাঁড়িয়ে
জীবন বড় একা এখানে।
জীবন ভীষণ ক্লেদাক্ত এখানে
জীবন বড় অসহজ।

দৈনন্দিন প্রবাহের পুরনো সেই দিনের কথা
অনকেটা আয়নায় দেখা পুরনো ডায়রির পাতা।
সুনীল ,শক্তি ,কফি হাউস ,বই পাড়া
হারিয়ে যাওয়া বন্ধুদের মুখ ,নাটক ,সিনেমা ,আলোচনা ,
সবই আছে ধুকছে মানুষের অন্তরের ভাবনারা।
হারিয়ে যাওয়া খেলার মাঠে সদ্য তৈরী আকাশ ছোঁয়া ইমারতে
পায়রার খোপের মত স্কোয়ার ফিটে জীবন।
এসি ,গাড়ি ,বিলাসবহুল স্বপ্নের জীবন
মানুষ দৌড়চ্ছে,দৌড়চ্ছে নেশায় ,আরো পাবার আশায়।
অথচ কেন ,কি খুঁজছে
অথচ ,জীবন,  ......... শান্তি কোথাই সে।

প্রত্যাহিত প্রবাহের ভিতর বাহিরে
মানুষের সহজাত চাহিদারা গুপ্ত কোষে বড় হিংস্র।
মা নেই ,বোন নেই ,নেই সম্পর্ক,নেই সমাজ ,নেই দেশ
প্রত্যেকের ভাবনারা চক্রাকারে ঘুরছে নিজের চারপাশে।
নিজের স্বার্থের আঙ্গিনায় দাঁড়িয়ে মানুষ পশু সম
নগ্নতার রক্তে এনসাইক্লোপিডিয়া  বলছে
মানুষ বড় অন্ধ এখানে। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...