Thursday, April 9, 2015

পুড়ে ভষ্ম

পুড়ে ভষ্ম
............. ঋষি

গা খুলছে অন্ধকার ভষ্ম
একটা প্ল্যানচেটে শহর দরজা খুলে দিল।
উগরে উঠচে গা পাঁক দেওয়া স্যানোটরির কাপড়
শরীরের অংশ লিঙ্গ ,যোনি, নিরুপায় ,চুল্লি
সব জ্বালিয়ে ভষ্ম।

যদি কখনো ফুলের মত তোমার শরীরে আমি স্পর্শ করি
জানি দ্বিতীয় দিন তুমি একলা থাকবে না।
জড়িয়ে যাবে রাত্রের স্ট্যাটাসে দেওয়া তোমার নম্বরে
আসলে তুমি বদলে যাবে।

আজকাল শহরের অলিতে গলিতে ফুলেদের বেচাকেনা হয়
ঘোড়ার মত লম্ফঝম্ফ প্রাচীন মৃগয়ায় শরীর।
নিশ্চিত মৃত্যুর সাথে আলিঙ্গনে
পাশ দিয়ে  কত পথযাত্রী একলা হেঁটে যায়।
একলা সড়কে কেউ দাঁড়ায়
তোমার বিক্রি হয়
নতুন কিছু নয়।

যদি কখনো ফুলের মত তোমার শরীরে আমি স্পর্শ করি
জানি দ্বিতীয় দিন তুমি আমার থাকবে না।
বিদ্রোহী কোরকের ঠোঁটের পাশে রক্ত
তুমিও জড়িয়ে যাবে কয়েক ফোঁটা অবধারিত রক্ত।

গা খুলছে অন্ধকার ভষ্ম
একটা প্ল্যানচেটে শহর দরজা খুলে দিল।
সরে যাচ্ছে বুকের কাপড়ের আড়ালে আঠালো চাঁদ
সবটাই শরীরের অংশ , প্রেম ধরাশায়ী
পুড়ে ভষ্ম।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...