Monday, March 2, 2015

একটা জানলা

একটা জানলা
............. ঋষি
============================================
সকলের একটা জানলা দরকার
ঝিরঝিরে বৃষ্টির ফোঁটা কিংবা চামড়া পোড়ানো রৌদ্র।
জানলা দিয়ে আগন্তুক দর্শন কবিতার পাতায়
সবটাই পুড়তে থাকে।
শুধু আমার কবিতার কাগজে বানানো প্লেনটা ঢুকে পরে
তোমার ভিতরে।

তোমার জানলা দিয়ে ভেসে আসে আগামীর সূর্য
জীবন গড়াতে থাকে নিচে আরো নিচে,
চাহিদার সূর্য মৃতুমুখী কল্পনায়।
হাসছো তুমি আমি জানি
আমার কলমে রক্তাক্ত বিদ্রোহ আগুন।
সেই আগুনের কয়েক ফোঁটা তোমায় দিলাম
তামাম দুনিয়ার দিকে তাকিয়ো না।
তামাম হৃদয়ের কথা ভেব না
কারণ তারা বলতো,তারা বলছে ,তারা বলবে ,
এটা আবার বিদ্রোহ নাকি ,এটা আগুন নাকি।
এই আগুনে শুধু নিজেকে পোড়ানো যায় কিন্তু সভ্যতা পুড়িয়ে
তৈরী হই না ধারালো তলোয়ার ,নতুন সূর্য।

সকলের একটা জানলা দরকার
যে জানলা দিয়ে আকাশ দেখা যায় ,দেখা যায় মুক্তি।
কপোতকপোতী হেঁটে যায় চেনা রাস্তায় হাত ধরে
ওদের বারণ কর সুনামি নিশ্চিত।
শুধু আমার কবিতার কাগজে বানানো জানলাটা
তোমার ভিতরে ,বাহিরে।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...