Wednesday, March 18, 2015

যুগান্তরের কবিতা

যুগান্তরের কবিতা
.............. ঋষি
===================================
প্রতিদিন ভাবি কেন লিখবো ,কেন লিখছি
নিজে হাসি মনে মনে।
আজ থেকে পাঁচশো  বছর পর কে পড়বে এই সব
কে রাখবে যত্নে সাজিয়ে কবিতার  খেরোপাতা
তখনি মনে পরে তোমায়।

আজ থেকে পাঁচশো বছর পরে  আমার মত
তোমাকে কেউ পাগলের মত ভালোবাসবে।
তোমার ভিজে লিপস্টিক শুষে খুঁজবে তৃষ্ণা বেঁচে থাকায়
তোমার খোলা বুকে নাক ঘষবে।
হেঁটে যাবে ফুটপাথ ধরে আগামী কয়েকশো যুগ
শুধু তোমায় ভালবাসবে বলে।

শুধু তোমায় ভালবাসবে বলে
করবে তোমাকে নগ্ন নিজের মত নিজের কবিতায়।
সামনে বসিয়ে ছবি আঁকবে
তোমাকে  আদর করবে জড়িয়ে ধরে আরো গভীরে।
তোমাকে বাঁচিয়ে রাখবে বলে
আমার কবিতার কলমে তোমার নাম।

প্রতিদিন ভাবি কেন লিখবো ,কেন লিখছি
নিজেকে কাঁদায় বারংবার।
আজ থেকে পাঁচশো  বছর পর কি হবে এই কবিতার
কে ভালোবাসবো কবিতাকে আমার মত
তখনি মনে পরে তোমায়। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...