Tuesday, March 17, 2015

ভোকাট্টা রতন

ভোকাট্টা রতন
................ ঋষি
==========================================
তোকে মনে পরলেই আমার আজকাল
সেই পোস্টমাস্টারের  রতনের কথা মনে পরে।
এলো চুলে যে মেয়েটা বসে থাকতো দরজার কাছে
অদ্ভূত দৃষ্টিতে আকাশ দেখতো জানলার বাইরে।
তার হৃদয়ের কোথাও ,কোনো ভাঙ্গা ঘরে
স্বপ্ন ছিল মাটির ঘর ,সাজানো সুখ
আর স্বপ্নের মানুষের।

সেই স্বপ্নের মানুষ
যে জীবনের বাইরে অতি গোপনে তোকে আদর করবে।
কাঁচের এপারে লেগে থাকা জলবিদুগুলো
সব স্ট্যাচুর  মত দাঁড়িয়ে পড়বে।
আর এ পাড়ে গড়াবে রঙিন সুখ
নীল আকাশে ঘুড়ি উড়বে সেই স্বপ্নের মানুষের হাতে লাটাই
ভোকাট্টা ,ভোকাট্টা রতন  ভোকাট্টা।

তোকে মনে পরলেই আজকাল আমার
রতনে ভিজে চোখটা মনে পরে নোনতা শ্রাবনে দিনে।
চারিদিকে তুমুল বৃষ্টি হৃদয়ের ভাঁজে জমা অভিমান
তুমি চলে গেলে।
পোস্টমাস্টার ফিরে তাকায় নি শুধু যাবার আগে বলে গেছে
তোকে আমি কখনো কিছু দিতে পারি নি,
আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলুম।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...