Friday, March 13, 2015

শিশুটাও হাসছে

শিশুটাও হাসছে
............ ঋষি
=======================================
রাস্তাটা পেরিয়ে গীর্জার পাশে
সকাল থেকে কাঁদছিল শিশুটা।
পথচলতি মানুষ বন্ধুর উচ্চতার স্পন্দনগুলো
ছুঁয়ে যাচ্ছিল ,চুঁয়ে নামছিল
শিশুটার না বলা কথা।

এমন তো  প্রায় হয় নতুন কি
ফুল ফোটে হামেসাই বিছানার চাদরে গভীর বীর্যস্খলনে।
ফুটে ওঠে শারীরিক নিয়মমাফিক নতুন ফুল
কিন্তু সব ফুল ঈশ্বরের সাথে মানায় না ,
কিছু কিছু পরে থাকে অন্যায় অবহেলায় অমানবিকতার সাথে।
সবফুলে সুন্দর মালা গাঁথা যায় না
কিছু ফুল ফুটে ওঠে  রাস্তার পাশে।
নতুন না এসব ,নতুন কি
যে জন্ম জন্মায় শারীরিক অবহেলায়,
তার তো এমনি হওয়ার কথা।

শিশুটা কাঁদছে উচ্চ স্বরে
কত লোক আসে যায় কেউ এগিয়ে যায় না।
এগিয়ে যায় এক পাগলী ভিখারিনী সন্তানহারা মা
সন্তানের স্পর্শ সে জানে
লোকে হাসছে তাতে কি কিন্তু শিশুটাও হাসছে।  

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...