Tuesday, March 3, 2015

ফ্লাশব্যাক

ফ্লাশব্যাক
...................... ঋষি
====================================
ক্লান্ত জীবন শুয়ে থাকে বালিশে
নখে নখ  ঘষি ,সিলিঙে রাস্তা দেখি
তুমি আজও তুমি রয়ে গেলে।
জেব্রাক্রসিং পরিয়ে কিল ,লাথি ,ঘুষি
তুমি আজও জীবিত থেকে গেলে।

হঠাৎ ঘুম ভেঙ্গে যায় উঠে বসি
শরীরে জ্যাবজ্যাবে ঘাম ,চেনা চুইংগাম।
চিবিয়ে যায় ক্লান্ত গিটারে কয়েকশো মৃদু লাইট
ঘরের রিডিং ল্যাম্প জ্বালায়।
লিখে যায় কবিতার খাতায় বিষ উপছে ওঠে
কয়েকশো মোড়োকে মোড়া তোমার মুখ।
ইশ বিচ্ছিরি
উঠে দাঁড়িয়ে আয়নায় চোখ।

ফুটে ওঠে অবাঞ্চিত চর্বির মত অভিমানী ঠোঁট
কুঁড়ে কুঁড়ে খায় , চটকায় …,
প্রশ্ন আসে প্রশ্ন যায় …স্লোগান ওঠে
মরে যায় ,
ফ্লাশব্যাকে নীলচে আলো ,আলোর বিম। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...