Friday, March 20, 2015

অচেনা তোমাকে

অচেনা তোমাকে
.................... ঋষি
========================================
নিজেকে টেনে বের করতে পারি নি বহুদিন
অনন্ত মিশিয়ে আস্কারা দেওয়া জীবনের পরিচর্যায়।
শুধু সাজিয়ে গেছি জীবন ,
চেনা বারান্দায়।
চেনা রৌদ্রে পুড়ে গেছে বৃষ্টি ভেজা রাত
আমার কবিতা পাতায় পাতায়।

তোর সেই হলুদ শাড়িটা আমার ভীষণ প্রিয়
ভীষণ প্রিয় তোর খোলা চুলের গন্ধ।
ঘুম ভেঙ্গে দেখিনি বহুদিন তোর মুখ
তোর ঠোঁটে অনন্ত তৃষ্ণা সামুদ্রিক ঝড়ো হাওয়া।
নোনতা স্বাদ
নোনতা বৃষ্টি চোখের পাতায়।
বিশ্বাস কর বহুদিন কাঁদি নি জড়িয়ে তোকে
শুধু হেসেছি বারংবার চেনা আয়নায়।

নিজেকে টেনে বের করতে পারিনি বহুদিন
অনন্ত তৃষ্ণা বুকে রোমন্হন অর্বাচীন পিছনের পাতা।
শুধু লিখে গেছি জীবন
চেনা বুকের ক্ষতে।
চেনা আবদারে বাড়তে থাকা উচ্ছল ঢেউ বুকের উপর
নোনতা স্বাদ তোর তৃষ্ণা। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...