Wednesday, March 4, 2015

আনন্দের রং

আনন্দের রং
................ ঋষি
==============================================
সেদিন ছিল, আজও আছে ,কালও থাকবে
বসন্তের রঙে মাতাল আমার নেশায়।
ফাগ আবিরের গভীর গন্ধ
তোমার রঙিন মুখ আমার রুমাল ছুঁয়ে যাবে।
আদরের রঙে ,হৃদয়ের রঙে,গভীর প্রেমে
পিচকারির আস্ফালন ভিজে শরীর জুড়ে
রঙের নেশায়।
.
কোনো এক গ্রামের পথে খালি পায়ে হলুদ ধানের শিরে আদুল হাওয়া
সময় হেঁটে যাবে তোমার সাথে তোমার ঠিকানায়।
হাসবে জীবন স্পর্শ রঙের সুখে
স্পর্শ জীবন ,স্পর্শ আবির ,স্পর্শ আনন্দ ,স্পর্শ গভীর।
মুছে যাবে কালি,মুছে যাবে হিংস্রতা ,মুছে যাবে ভনিতা ,মুছে যাবে কলঙ্ক
মনুষত্ব হাসবে আবার বসন্ত রঙে.,
জীবন হাসবে আবার আশার রঙে
চারিদিকে প্লাবন রঙিন হোক আজ সভ্যতা জীবিত রঙে।
.
সেদিন ছিল, আজও আছে ,কালও থাকবে
আশার জীবিত গোলকে  পরিব্রাজক আমি হেঁটে যাব সময় জুড়ে।
সময়ের কম্পাসকে বলবো কোথায় তোমার দেশ
কম্পাস হাসবে ,পাগল বোধহয়।
আমার গেঞ্জির তলায় ,মাথার ওপর নীল আকাশ
আজ মাতবে বসন্তর রঙে,
হাসবে দিন আবার শরীর জুড়ে আনন্দ সুখে। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...