Saturday, March 28, 2015

চামড়ার চাঁদ

চামড়ার চাঁদ
........... ঋষি
==========================================
পিছন ফিরে দেখতে পাই না তোকে মন
সবটুকু চোখের সামনে ফ্যাকাসে রঙের চামড়ার মুখ।
শুকিয়ে যায় ভিতরে ভিতরে চামড়ার বয়স
ভাঁজ পড়ে ,খড়ি ওঠে
তবু কেন জানি রুপোলি দরগা  মনের ভিতরে।

রাস্তায় ডবল ডেকার বাসের জানলায় লেপ্টে থাকা মুখ
ডবল দেকার বাস দেখি না আজকাল রাস্তায়।
আমার বারো তলার ফ্লাটের রেলিঙে আটকে থাকে তোর  মুখ
চাঁদটা আজকাল বড় ফ্যাকাসে  লাগে।
কি করি বল
আজকাল কবিতার কলমে থাকে রক্ত ক্ষরণ।
অনিদ্রার বিরক্তিকর সাক্ষী পাখার ব্লেডে
আর নিয়মিত তোর মুখ জ্বলন্ত সাক্ষী
আমার চিতায়।

পিছনে ফিরে দেখতে পাই না তোকে মন
সবটুকু ঝাপসা চোখে দেখা নিয়মিত নেশার পৃথিবী।
সিগারেটের রাংতায় ,হ্যালুয়েসান
কয়েকশো কবিতায় নিয়মিত জীবিকায়।
হৃদয়টা জ্বলতে থাকে
আর তোর মুখ ঝলসানো চামড়ার চাঁদ। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...