Monday, March 2, 2015

বদলানো তুই


দলানো তুই ........... ঋষি ================================ তুই কি আগের মত আছিস না কি বদলে গেছিস। আমার সেই একতারার ঠিকানাটা আছে নাকি সেও বদলেছে সময়ের খাতে। আমি আজও তোকে চিনি একই রকম শুধু এই বুকের ভিতর বকম বকম। সোনালী পায়রারা উড়ে যায় নীল আকাশে যেমন ভাবনারা এলোমেলো হৃদয় অবকাশে। আমি চুপটি করে থাকি আজকাল আকাশের গায়ে ছবি আঁকি। আমার ছবির লাল ক্যানভাসে ফুটে ওঠে মুখ তোর অনভ্যাসে। তুই কি আগের মত আছিস না কি বদলে গেছিস। বদলানো কবিতার নাম ধরে চঞ্চল নদী তুই ও বদলেছিস সময়ের সাথে। =========================

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...