Sunday, March 22, 2015

চির সখা হে

চির সখা হে
.............. ঋষি
=====================================
সকাল থেকে রৌদ্রমাখা পথে সময়ের গোলযোগ
পথের সাথে পথ মিশে যায়।
অথচ পথ হেঁটে যায় বহুদূরে সময়ের সাথে
একি সময়ের দোষ
নাকি পথের যে একলা থাকে।

আমি পথ হতে চাই না
আমি যে পথিক তোর একলা পথে।
খালি পায়ে ,একতারা সম্বল পৃথিবীর মাটিতে
আমি যে ফকির হৃদয়ের কাঠগড়ায়।
এই পাশে জজসাহেব  বলে মৃত্যু উচিত শাস্তি
আমি হাসি।
মৃত্যু সে শ্মশানের পথ
চির সখা হে।

সকাল থেকে রৌদ্রমাখা পথে সময়ের গোলযোগ
পথে ভীষণ জ্যাম ,চাকা জ্যাম।
আর আমার কলমের নিবে রক্তের ধারাপাত
পথ এক পথ ,পথ দু গুনে পথ।
জীবন এক তৃষ্ণার পথ। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...