Tuesday, March 24, 2015

মিশরীয় প্রচেষ্টা

মিশরীয় প্রচেষ্টা
.............. ঋষি
==========================================
নিজেকে তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি ঘুমের ঘোরে
নিজেকে তন্ন তন্ন করে খুঁড়ে ফেলেছি ঘুমের ঘোরে।
অজস্র বসন্তের হাতছানিতে
পড়ে ফেলেছি সহস্র প্রাচীন হিরগ্লিফিক লিপি।
কিছুই পাই নি
পাওয়ার কিছু ছিল না ,যতটুকু জীবাশ্ম।

মিশরীয় সভ্যতা থেকে কিছুই শেখার  নেই
সে  কথা  বলি  নি কখনো।
সামান্য প্যাপিরাসের লিপিতে লেখা সাম্রাজ্যের ওঠা পরা
ভাঙ্গা গড়া জীবন পিরামিডের ভিতর।
শত সহস্র যুগের বাঁচিয়ে রাখার প্রচেষ্টা
সবটুকু ফাঁকি।
কিছুই বেঁচে থাকে না
কিছু প্রাচীন চামড়ে মোরা শরীরে।
হৃদপিন্ডের ধুকপুক থাকে না
শুধু বেঁচে ফেরা জীবিতের প্রচেষ্টা।

নিজেকে টুকরো টুকরো করে খুঁজে দেখেছি শ্মশানের ছাইয়ে
নিজেকে টুকরো টুকরো করে খুঁড়ে ফেলেছি মাংস আর রক্তের মিশ্রনে।
অজস্র জীবিতের হাতছানি
পুড়িয়ে ফেলেছি নিজেকে প্রাচীন মিশরীয় হৃদপিন্ডে।
আমার সারা শরীরে ছড়ানো হলুদ বালি খা খা
আর অন্তরের তৃষ্ণা নীলনদের জল এক ফোঁটা ।


No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...