Wednesday, March 4, 2015

বসন্তের হাতছানি

বসন্তের হাতছানি
.................. ঋষি
===============================================
এই সব কথাই মন জানে
কোনো এক কবিতার পাতায় স্তব্ধ নদী ভাঙতে থাকে।
ভেঙ্গে পরে দিনের রুপোলী মুখোসের হাতছানি
স্তব্ধতা বলে যায় কানে কানে কুহু কুহু।
বসন্ত দরজায় দাঁড়িয়ে  হৃদয়ের মিলিমিশি
ফিসফিস তুমি আসবে মন।

নেলপালিশের মিষ্টি সুখী লাল রক্তের রঙে
ঠোঁটের চামড়ার পালিশে নোনতা ভাস্কর্যের হাতছানি।
আমি এগিয়ে যায় মন
স্তব্ধ নদীর বাঁধ ভাঙ্গা উচ্ছাস উজান ডাকছে।
ব্যান্ডের সেই গানটা
তুমি আসবে বলে তাই ,আমি স্বপ্ন  .............
মন আসবে তুমি।
গ্রীষ্মের নদী শুকিয়ে মাটির বুকে কাদা
ভিজে যাবে আবার উত্তাল ঢেউতে পালতোলা নৌকো
সময়ের কাছে।

এই সব কথায় মন জানে
শস্যের ক্ষেত থেকে উঠে আসে রাজকন্যা শুকনো চোখে।
আর মন হাসতে থাকে আপন হিয়ায়
বন্যতা বলে যায় বাতাসের সাথে।
স্নিগ্ধ মস্তিষ্ক হাসতে থাকে সমব্যথায়
অনায়াসে এই বোধ মন বসন্তের আনত বর্ষায়। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...