Tuesday, March 31, 2015

প্রথম শৈশব

প্রথম শৈশব
................. ঋষি
=========================================
বিরক্তিটা রাত জাগা কবিতার মত
আকাশের দেওয়ালে বৃত্তাকারে ঘুরতে থাকে।
শব্দটা সহস্র প্রাচীন হৃদয় কার্নিসে
ভাঙ্গাচোরা  লালচে ইটের কারখানার গুঁড়িয়ে যাওয়া মাটি।
আর আমি মাটি মাখা প্রথম শৈশব
নিত্য অনিত্যের গুঁড়িয়ে যাওয়া প্রথম ভগ্নস্থুপ।

জীবন্ত মিছিলে সামিল অনেকে
কামনা ,বাসনা ,রাগ ,হিংসা ,কাম ,লোভ।
সহবাস শরীরের উত্তপ্ত কারখানায় অনিদ্রার সাথী
ভীষণ যান্ত্রিক কারখানার ভো বাজলো
ছুটি,ছুটি..... ছুটি জীবন।

আবারও একটা কবিতার জন্ম
যে কবিতা লিখি নি আমি আমার শৈশবে।
তার প্রথম লাইনে বিরক্তির শবদাহ যৌবন
জুড়িয়ে যাওয়া ঠান্ডা ভাতে চাহিদার খিদে বিরক্তিকর
সিলিঙে পুরনো পাখার হাওয়ায়।

মশারির ভিতর ঘুমিয়ে পরা শহরের নিস্তব্ধতা
জানলার বাইরে অসংখ্য জ্যালজ্যালে সভ্যতার ছবি।
ভোতা বাল্বের হলুদ আলোয় প্রশস্ত হাতছানি
ভাঙ্গাচোরা লালচে ইটের কারখানায় কালো ধোঁয়া।
শৈশব ডাকছে পিছনে ফেলা আসা দিন
আরেকবার আরেকটি নতুন দিন।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...