Wednesday, March 25, 2015

ভালোবাসি

ভালোবাসি
........... ঋষি
=================================
ভালোবাসা মিথ্যে সাক্ষী হয়ে জীবিত থেকে যায়
দুচারটে কল্পনায় ছায়াগুলো আসে যায়।
অথচ ভালোবাসা মিথ্যে মোড়কে
মিথ্যে বলে যায়।

আমি যাকে ভালোবাসি,তুমি যাকে ভালোবাসো
সেই ভালোবাসাটুকু  আকাশের নীলে স্বপ্ন দেখে।
আনন্দেতে সাঁতার কাটে
কেউ জানে না ভালোবাসা বাঁচতে যে চাই,
ভালোবেসে জীবন কখনো অমর হয়ে যায়।

সে তো গদ্য কথা
সাজানো ব্যাথার উন্মুক্ত কবিতা।
সকলেই হাত বোলায়
অথচ ভালবাসা কেন জানি একলা থেকে যায়।

ভালবাসার মিথ্যে সাক্ষী হয়ে জীবিত থেকে যায়
দুচারটে ডানপিটে হাওয়া স্পর্শ করে যায়।
ভালোবাসা চুপি চুপি কানে কানে
ভালোবাসি বলে যায়। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...