Friday, March 20, 2015

আবারও সূর্য

আবারও সূর্য
........... ঋষি
=================================
জানি বদলাবে
সময় ,ঋতু ,জীবন আর দৈনন্দিন।
বাসি ফুটপাথ শেষে আবারও সূর্য উঠবে
নতুন সকাল
অথচ জীবিত বাহানায় বেঁচে থাকাটা বদলাবে কি।

না হে জীবন
চলন্ত হেলেদুলে ট্রাম সকালের আনন্দে।
ট্রামে চেপে বস
জীবন এগোচ্ছে  ,অথচ বুকের উপর।
উঠে আসা ট্রাম ,দমবন্ধ
এক চিত্কার আকাশের দিকে তাকিয়ে।
ট্রাম চলছে ,জীবন যেন
সাদা কাগজে উঠে আসে মৃত্যু ফোঁটায়,ফোঁটায়
কবিতারা এগোনো জীবনের দূত।

জানি বদলাবে
সময়ের আগুনে পুড়তে থাকা চামড়ায় ফোস্কা।
আর চামড়ার ভাঁজে কোঁচকানো আগামী
নতুন সকাল
অথচ জীবিত বাহানায় নাটকের টিকিট হাউসফুল। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...