Tuesday, March 17, 2015

মাংসের গল্প


মাংসের গল্প
................... ঋষি
================================================
কি জানি কত ছিল বয়সটা
মনে পরছে না যুগের হাওয়ায় লাগা মাংসের গন্ধে।
হবে পঁচিশ কি পঞ্চাশ  কি এসে যায় তাতে
মোদ্দা কথা সে মেয়ে ছিল।

কোনো এক সকালের রৌদ্রে  সে জড়িয়ে নিয়েছিল স্বপ্নের শাড়ি
অদ্ভূত এক মায়া জড়িয়ে নামছিল সারা শরীরে আলোর মত।
অদ্ভূত আঠালো আকর্ষণ স্তনের ভাঁজে ,ঠোঁটের লিপস্টিকে মাদকতায়
মেয়েটা আয়নায় মুগ্ধ হচ্ছিল বারংবার।
মেয়েটা ভার্জিন ছিল কিংবা ছিল না তা  জানি না
মেয়টার জাত,ধর্ম,দেশ কিছুই জানি না।
শুধু জানি মেয়েটা শরীরে মাংসের গন্ধ ছিল
আর দুচোখে ছিল সভ্য সভ্যতার স্বপ্নের মায়া।

তারপর গল্পটা সবার  জানা
চেনা  ফ্লাইওভারের অন্ধকারে কিংবা অচেনা অন্ধকারে।
বেশ কিছু শহুরে মানুষ ,বেশ কিছু সভ্য মানুষ
এক বা একাধিক  সভ্যতার সন্তানেরা  খুবলে খেলো মেয়েটার শরীর।
খুলে গেল স্বপ্নের শাড়ির আড়ালে যত্নে লোকানো মাংসগুলো
ঝুলে পড়লো মেয়েটার তাল তাল মাংস সভ্যতার চোখে।
কাঁচা মাংসের গন্ধ সভ্যতার মুখে, ঠোঁটে লেগে সভ্যতার রক্ত
তারা হাসছিল।

কারা ছিল তারা ,জাত ,ধর্ম ,দেশ কিছু জানা নেই
শুধু জানা তাদের সবার পুরুষাঙ্গ ছিল  ।
জানা এতটুকু মেয়েটার শরীরে সভ্যতার নক্সী কাঁথা  বোনা হয়েছিল
বোঝানো হয়েছিল মেয়েটাকে বাজারে মাংসের চাহিদাটা।

তারপর আমরা তো ভদ্রলোক
ওই সব বাজে মেয়েদের দিকে তাকায় না।
জানলার বন্ধ করি ,চেতনার শার্সিতে কুলুপ আঁটি
শুধু  নিউস পেপারে কিংবা  খবর চব্বিশ ঘন্টায় চোখ রাখি সভ্য সমাজে।
আড় চোখে খুঁজতে থাকি মেয়েটার ন্যাংটো শরীরটা
যদি কিছু মাংস অবশিষ্ট থাকে।
কিন্তু ভুলে যায় প্রতিবারে যে এমন করেই
প্রতিদিন কোনো মেয়ে পড়ছে স্বপ্নের ছেঁড়া শাড়িটা।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...