Sunday, March 22, 2015

মিতালি বৌদি বলছে


আমার এই লেখা নিতান্ত আমার ভাবনার প্রতিফলন। কাউকে ব্যক্তিগত ভাবে আঘাত করা এর উদ্দেশ্য নয়। 

মিতালি বৌদি বলছে 
................... ঋষি
=================================================
পাড়ার চানের ঘাটে ভেসে উঠলো 
মিতালি বৌদির ঘুমন্ত,থ্যেতলানো নগ্ন রক্তাক্ত বডিটা। 
মিতালি বৌদিকে চেনো তো তোমরা সকলে 
আরে সেই গলির মহিলাটা যার বাজখাই গলা,
যার বুকে অর্ধের ঝুলন্ত চাঁদ  জ্বলতে থাকে মাংস হয়ে। 
তোমরা দেখেছো তাকে হাজারোবার শরীরের কামে
তোমরা খুঁজেছো যাকে হাজারোবার শরীরের নামে,
আমি তার কথা বলছি। 

চারিদিকে পুলিশ,মিডিয়া বৌদির পাড়ায়
লাশ তোলা হয়েছে। 
ইচ্ছে মত পুলিশের গাড়িতে  শরীরের নাড়াচাড়া
খবর বলছে। 
কাল রাতে ঢুকেছিল কোনো কুখ্যাত আততায়ীক খদ্দের মিতালির ঘরে 
পুলিশের ফাইল ,মিডিয়ার নোট তৈরী। 
কালে রাতে নষ্ট পাড়ায় খুন হয়েছে মিতালি নামে একে যুবতী 
যার বয়স ৩২ -৩৩ হবে। 

চেনা কনভয়ে পাড়ার দাদার গাড়ি এসে থামলো
সরুন সরুন দেখি। 
কি দেখবেন দাদা মিতালি বৌদির মাংস
কি শুনবেন  দাদা আরেকটা  নারী  অত্যাচারের  খবর। 
কি বলবেন দাদা এই অত্যাচারের সুবিচার হবে ,আমরা তো আছি 
খুনিকে খুঁজবেন দাদা ,খুঁজবেন সমাজকে। 
জীবিত মিতা বৌদিকে খুজবেন, না কি  খুঁড়বেন শরীরের মাংস
খিদের নামে ,সমাজের নামে ,সভ্যতার নামে। 

আজ সাতদিন হলো মিতালি বৌদি ঘুমিয়ে পড়েছে
সামনে ভোট ,সামনে সভ্যতার রঙিন পথ ধরে ,
এগিয়ে এলো  চেনা কনভয়। 
চেনা পরিচিত  সমাজের  মুখটা  বলে উঠলো 
একই কথা ,আমরা তো আছি। 
কেউ কিছু বললো না ,কেউ কিছু করলো না 
শুধু বৌদির ফাঁক করা থ্যেতলানো নগ্ন শরীরটা ঝলসে উঠলো 
বলে উঠলো ,ওরে শুয়োরের   .......রা   আয়। 


No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...