Tuesday, March 17, 2015

আবারও চিত্কার

আবারও চিত্কার
................. ঋষি
======================================
সে যে যন্ত্রণা ছিল আমার
এই কবিতায় কোনো প্রেম নেই।
শুধু বেঁচে থাকার অপরাহ্নে ঝড়ো হাওয়া
কয়েকশো গিগাহার্জের পৃথিবী থেকে চিত্কার।
তুই  শুনতে পাচ্ছিস
প্রেম অবলীলায় ধুলো মাখা আমার কবিতা।

বোতাম খোলা বুকের জঙ্গলে অসংখ্য শরীরের
মিশে যাওয়া  তোর বুকের গন্ধ।
ভীষণ দামী আতরের শেষ টুকু আমার হৃদয়ের
অন্তিম অভিযান।
তুই শুনতে  পাচ্ছিস
না চলা নাটকের শেষ সিনে প্রেমের  মৃত্যু।
ফাঁকা গ্যালারী ,ফাঁকা পথঘাট
শুধু ডিরেক্টর বলছে নাটক শেষ দাদা, শেষ দিন
আর হবে না পুনুরাবৃত্তি।

সে যে যন্ত্রণা ছিল আমার
এই কবিতার জন্ম আছে অথচ মৃত্যু নেই।
শুধু বেঁচে থাকা প্রেম ধুকছে বুকের মাঝে
অসংখ্য পথের ঘুলঘুলি মিলেমিশে আবারও চিত্কার।
তুই শুনতে পাচ্ছিস
শান্তি নেই এই যন্ত্রণার। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...