Saturday, March 21, 2015

এক পলকে

এক পলকে
............ ঋষি
=======================================
নিজেকে আটকাতে, শেষ পলকে লিখে দিলাম
একটু দেখা ,কয়েকশো মুহুর্তের রিংটোনে।
পুরনো আমাদের ক্যান্টিন সং
কার কথা যে বলি ,যুগটা যে কলি।
কোন পথে যে চলি ,যুগটা যে কলি , আমার কলম ঘেঁষে ওঠা
তোকে চিনতে পারে জন্মায় নি পৃথিবীতে
লালচে কালো শাড়িতে অদ্ভূত এক মহিমা। তোকে ছুঁতে পারে এমন মৃত্যু নেই পৃথিবীতে।
এঁকে বেঁকে নেমে যাওয়া স্বপ্ন কলমে মিষ্টি হাসি
অথচ আমি চেনেছি আমি ছুঁয়েছি কল্পনায় জড়িয়ে ধরে চুমু তোর তৃষ্ণা ঠোঁটে।
শেষ পলকে গেয়ে উঠলাম একটা পপুলার সং ,
আদুরে আগুনে মৃত্যু সামিল। নিজেকে আটকাতে ইচ্ছার সহবাসে
আরেকবার মৃত্যু সামিল ঘনঘটা বৃষ্টি আকাশে।
এক পলকে একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি।
প্রশ্ন উষ্ণ ঠোঁটে আঁকা আমার চুমু

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...