Wednesday, April 28, 2021

চুপ



 চুপ 

... ঋষি 


জীবন থেকে বুঝেছি 

যত তাড়াতাড়ি ডিলিট বাটনে আঙ্গুল 

সে সম্পর্ক হোক বা স্পেস ,

সময় বাহুবলী 

যত তাড়াতাড়ি নিজেকে ভাসিয়ে রাখা যায় হাওয়ায় 

ততই অদ্ভুত ভালো থাকা পাঠ। 

.

এমন অনেক রাত যেখানে নিঃশব্দরা আত্মহত্যা করেছে অবহেলায় 

এমন অনেক দিন যেখানে হাজারো শব্দরা জট বেঁধেছে গভীর ভূমিকায় 

নিজের বুকের উপর কোদাল ,গাঁইতি আর বোধ 

নিজের কবরে শুয়ে থাকা একটা মৃত শহর ,

হাজারো কবিতাকে গলা টিঁপে খুন করার পর বুঝেছি 

বেঁচে থাকাটা স্বার্থপর একটা শব্দ 

এখানে অমরত্ব নেই। 

.

অজস্র শব্দরা যখন চোখে সামনে পাখি 

আমি আকাশ খুঁজতে হাতের আঙুলে নীল বুনেছি 

নীল স্বপ্ন 

স্বপ্নের রং 

জীবন অবহেলায় কেটে যাওয়া দিন রাত 

পা খি র  .... পালক। 

আমার শব্দের যন্ত্রণার একটা চিতা সাজানো নিঃশব্দে 

যেখানকার শব্দ গুলো সিটি অফ ডেথ 

কিন্তু আমি অমর চিরকাল ,

কারন ডানা কাটা কবিতারা আজকাল এই শহরে একলা ঘোরা 

সেই একমাথা কোঁকড়ানো চুল ছেলেটা শহরে ফুটপাথে একলা পোড়ে 

তার বুকে কবিতা 

তার বুকে চলন্তিকা 

নিঃশব্দ 

চুপ 

মৃত্যুর কবিতা নয় এটা 

কবিতা নিস্তব্ধ যন্ত্রণার। 


No comments:

Post a Comment

অনবদ্য কবিতা

আমরা কেউই অনবদ্য কবিতা নই আমরা সাধারণ যারা তারা শুধু বেঁচে আছি বেঁচে থাকবো বলে, আমাদের কবিতারা আকাশে উড়তে পারে না শুধু ডানা ঝাপটায়, হঠাৎ  অব...