Thursday, April 8, 2021

ওয়ার্শন শায়ারের কবিতার উত্তরে

 



ওয়ার্শন শায়ারের কবিতার উত্তরে 

... ঋষি 


ওয়ারশন শায়ার লিখলেন ঘর কেউ ছেড়ে যায় না 

আমি লিখলাম কাঁটা তার ,

ঘরের সীমান্তে দাঁত ফুটিয়ে বসে আছে লোভী ,পাপিষ্ঠ সাম্রাজ্যবাদ 

কোন ঘর এটা ?

কোন সময়ের কথা বলছেন মশাই ?

সকলে পাপী হয়ে যায় সহজে ,ঈশ্বর ভাবনায় আজকাল প্লাস্টিক লাগে। 

.

সকলে পালাচ্ছে 

পালাচ্ছে  কলেজের মেয়েটা সেই ছেলেটার সাথে 

যে ছেলেটা  বাসস্টপে অপেক্ষা করে রোজ ক্লিওপেট্রাকে দেখবে বলে ,

আর মেয়েটা রোজ নিয়ম করে আন্টি প্রেগনেন্সি ডোজ নিচ্ছে 

কোন সময় এটা 

কি যোগ্যতা 

সকলে বয়ে চলে সময়ের সাথে ,জালিয়ানওয়ালাবাগ বিদ্রোহ করে না আর। 

.

ওয়ারশন শায়ার লিখলেন ঘর কেউ ছেড়ে যায় না 

কিন্তু কোন ঘর মশাই ?

ঘর কেউ ছাড়ে না ঠিক ,ঘর যদি মানুষকে ছেড়ে না যায় 

কি কারণ ?

সাপ কেউ মারে না কোনোদিন যদি সাপ না মানুষকে কামড়ায় 

কি কারণ ?

দেশপ্রেম ,জাতীয়সংগীত ,নাকি প্রবণতা। 

মানুষ পালাচ্ছে রোজ নিজের থেকে রিফিউজি ক্যাম্পে 

ভাবনায় বাউল জুড়ে খালি পায়ে ধুলো 

রুক্ষ বেনামি পরিচয়ে 

কিন্তু কেন ?

.

কোন মেয়ের চামড়ায় এমন পাথর থাকে না 

যে গলে যায় না মোম আগুনের ছোঁয়ায় 

কিন্তু কেন ?

উত্তর একটা আছে ওয়ারশন  মশাই 

 "অভাব " ,

সকলেই অভাবগ্রস্থ একটা দেশের নাগরিক 

সকলেই নগ্নতার মিছিলে অদৃশ্য পোশাক পড়ে ক্রীতদাস 

সকলেই  ঘর ছাড়া আমরা ,

কারণ আমাদের ঘরের নামে অভাব 

আর সময়ের নামে স্বভাব 

বিতর্কের বিষয় হলো আমরা কমবেশি মিথ্যে বলি সকলে। 


No comments:

Post a Comment

.একটা কবিতা আমি তুমি

আমার কবিতা পেলেই আমি তুমি হয়ে যাই তোমার মতো আটপৌরে শাড়ি পরি, হাতে কলম কোমড়ে আঁচলটা গুঁজে তোমার মতো উনুনে আঁচ দি  হাঁড়িতে পরিমাণ মত শব্দ, জল...