Friday, April 30, 2021

ন্যাংটা ভারতবর্ষ

ন্যাংটা ভারতবর্ষ
... ঋষি 
ছেলেটাকে মেরে ন্যাংটা করে টাঙিয়ে দেওয়া হলো গাছে 
গাছ কথা বলে নি 
পাখি কথা বলে নি 
এমনকি কথা বলে নি জনগন 
শুধু কথা বলেছে পাবলিক ইউনিফর্মে টিভির চ্যানেলগুলো। 
.
নতুন কিছু নয় 
প্রতি বছর হয় 
খবর ওয়ালারা খবর বেচতে ক্ল্যাইমেক্স খোঁজে 
তাই ভারতবর্ষ বলে দেশটাকেও তারা খুব অবহেলায় 
ন্যাংটা করে ঝুলিয়ে দিতে চায়,
ঝুলিয়ে দিয়ে চারিদিকে হাজারো ক্লিক 
আজকের বিশেষ বিশেষ খবর। 
.
জনগন চুপ
চুপ সময়ের ব্যাভিচারে মৃত বিপ্লবের আগামীর চোখ 
সত্যি খবর 
জলজ্যান্ত ছেলেটাকে ন্যাংটা করে মেরে টাঙিয়ে দেওয়া হলো গাছে। 
খবর ওয়ালারা জানে না
ছেলেটা বিধবা মায়ের একমাত্র সন্তান 
ছেলেটা রিক্সা চালিয়ে বোনের স্কুলের পয়সা জোগাড় করতো, 
ছেলেটাকে বলা হয়েছিল রঙিন পতাকা ধরতে
ফেঁসে গেলো কটা পয়সার জন্য 
ছেলেটাকে ন্যাংটা করে মেরে টাঙিয়ে দেওয়া হলো গাছে। 
.
জনগন জানেন না এর পরের খবর 
ছেলেটার বডিটা পুলিশ পোস্ট মার্টনে পাঠায় নি 
পাঠিয়েছিল শ্মশানের আগুনে 
যে আগুনে প্রতিদিন লুকিয়ে মেরে ফেলা হচ্ছে গনতন্ত্র।
ছেলেটার বিধবা মায়ের আকুতি শোনে নি সময়
কোন কেস দাখিল হয় নি পুলিশের খাতায় 
শুধু খবরের কাগজে পরের দিন  একটা খবর ছেপেছে
হয়তো অনেকের চোখ এড়িয়ে গেছে 
কারন 
আজকাল এই সব খবর খুব সাধারণ 
খুব সাধারণ আপনার আমার লজ্জা এই ন্যাংটা ভারতবর্ষে। 



No comments:

Post a Comment

অনবদ্য কবিতা

আমরা কেউই অনবদ্য কবিতা নই আমরা সাধারণ যারা তারা শুধু বেঁচে আছি বেঁচে থাকবো বলে, আমাদের কবিতারা আকাশে উড়তে পারে না শুধু ডানা ঝাপটায়, হঠাৎ  অব...