Sunday, April 4, 2021

বৃষ্টি সুখ



বৃষ্টি সুখ 
.. ঋষি 
.
তোর আজ বৃষ্টি দিন 
আমি কবিতা লিখবো না বরং লেগে যাবো বৃষ্টি কনায় সোহাগি মেঘ হয়ে 
টুপ করে ঝরে পড়বো একলা মেঘের দিনে
তোর একলা লিপস্টিকে। 
.
আজ আর শরীর লিখবো না 
বরং তোকে জড়িয়ে বসে থাকবো এই তুমুল ঝড়ের দিনে, 
ঝরা পাতা ঝরে যাবে 
কথারা সব বলে যাবে কানে কানে 
আমি আছি বৃষ্টির ছাটে, একলা ভিজে ঘাসের আগায় 
এই কলকাতায় 
যেখানে ধুলো চাপা শরীরগুলো ক্লান্ত ভীষণ । 
.
আজ ঠিক ভালো থাকা না 
বরং থাকা বৃষ্টি মুঠোয় ধরে তোর গভীর আত্মায় থাকা 
বরং এই একলা শহরে বাঁচা 
বৃষ্টি বুকে 
সৃষ্টি সুখে 
তুই আছিস তাই। 
আজ আর লিখবো না কিছু 
তোর ভিজে মাথা, ভিজে শাড়ি, ভিজে কথাদের সাথে 
জাগবো সারারাত 
তোর মুখোমুখি 
ভীষন সুখী 
বৃষ্টি সুখ, এ বুকে মুহুর্ত লিখে যায়। 

No comments:

Post a Comment

মধ্যবর্তী

একটা বিস্ফোরণ দরকার ছিল  দরকার ছিল একটা সীমা ছাড়ানো চিৎকারের  তোমার বুকের কাপড় সরে গেছে ,আমি রয়ে গেছি মধ্যবর্তী  তোমার নাভির থেকে দাগগুলো যদ...