Thursday, April 8, 2021

মৎস্যকন্যার গল্প

  মৎস্যকন্যার গল্প 

... ঋষি 


হারামিটার গলার আওয়াজ রোবটের মতো

এখন প্রশ্ন আমি জানলাম কি করে ?

জানতে হবে আসলে মানুষ জাতটাই একটা হারামির জাত 

সে শহর হোক কিংবা গ্রাম কিংবা বন্দর। 

এবার প্রশ্ন আমি কে 

মশাই আমিও একটা হারামি ,হ্যা অবশ্যই পুরুষ বাইলজিকাল সার্ভেতে প্রমাণিত ,

হ্যা আমার মতো প্রাণীদের প্রশান্ত মহাসাগরে লুকোনো জল থাকে। 

.

যাই কথা  হারামির কথা বলছিলাম 

হারামিটা ক্লিভেজের ৩৬ সাইজ জুড়ে ঘামের শব্দ শুকছে ,

এই প্রকট দুপুরে 

মাটি খুঁড়ছে ,খুঁড়ে চলেছে প্রশান্ত মহাসাগরের মৎস্য কন্যা ,

হারামির হাতে ফোন 

আর অন্যহাতে ধরা আছে নিয়ন্ত্রিত সাইক্লোন ,

ঝড় উঠছে 

কাজ শেষ ,ছুঁড়ে ফেলে দিচ্ছে প্রশান্ত সাগরের মাঝে মৎস্যকন্যার  ডানা কাটা শরীরটা। 

.

প্লিজ ভাইয়োলেন্ট হবেন না 

শুনেছি মৎস্যকন্যার ডানাতে গণতান্ত্রিক ভারতবর্ষের পৌরুষত্ব থাকে 

আর মৎস্যকন্যার আঁশটে গন্ধে থাকে মর্দানি ,

হারামিটা সত্যি বলছিল 

রেকর্ড হচ্ছিল হারামিটার রোবোটিক গলা 

বলছিল মামনি নাকি রোজ ফোন এসে বলে " সাবস্ক্রাইব করুন"

তাই নাকি গত রাতে সে ঢুকেছিল প্রশান্ত মহাসাগরে জাহাজ নিয়ে 

বুঝতেই পারে নি 

মৎস্যকন্যার পেটে তখন অনেকগুলো ডিম্ ,

সে চুষছিল  মৎস্যকন্যার ডানা

তারপর নিয়মমাফিক লাথি মেরে ফেলে দিয়েছিল  মৎস্যকন্যাকে 

একদম বুঝতে পারে নি 

তার কিছুক্ষনের মধ্যে  মৎস্যকন্যা ভেসে উঠেছিল প্রশান্ত মহাসাগরে। 

। 

.

এ তো রোজকার 

পুলিশ স্টেশনে হারামিটা লাঠি নিয়ে বলছিল হারামীটাকে 

সব ঠিক করেছিস এখন প্রমান যে রয়ে গেছে 

বডি লোপাট করতে হবে 

যতই তোর বাবা এই গণতন্ত্রের ঠাকুরদা 

তুই নাতি বলে কথা। 

 মৎস্যকন্যার  ডানা কাটা শরীর আমরা আর খুঁজে পাই নি 

শুধু  মৎস্যকন্যার নাজায়িস ডিমগুলো ছড়ানো ভারতবর্ষে 

প্রমান করছে রোজ 

হারামির সন্তান হারামি হয়।   


No comments:

Post a Comment

আমরা যে বড় হয়ে গেছি

আমরা সকলেই আমাদের কাজ করছি  ইচ্ছেদের নিয়ম করে খুন করছি  জানলার লোহার রড চেপে ধরে অসহায় আকাশ দেখছি  খুঁজছি আকাশে উড়তে থাকা পাখিদের , নিজের ভি...