Thursday, April 15, 2021

একটা বোধ



একটা বোধ 
... ঋষি 
​১
তোমার যতটুকু ভাবনা  তারচেয়েও বিশাল একটা  আগামি 
বাঁধা আছি বুকের স্তম্ভে রক্ত বিপ্লব
কী স্বভাব, কবি স্বভাব মিলেমিশে নেশা হয়
 তবুও আফিম  খাই।
 কীভাবে তোমাকে  বিছানায় নিয়ে এসে ফেলি 
ঢুকে যাই
দিন, তারিখ আর বয়স।
মিছিল নিয়ে বার কয়েক ভাবি
ভাবি বাড়তে থাকা আতংকের ক্লাইম্যাক্সে অনেকগুলো বডি
সময়ের বারান্দায় নিজের থুথু চেটে খাই। 
বলো ব্রহ্ম, বলো আয়ু
এইভাবে বারান্দায় জড়ো হয়ে বসে মিছিল,
 একা একা হাঁটি স্লোগানে 
রাজনিতী নিয়ে বদঅভ্যাস, রাজার গোলাম সকলে। 


আজ ফোন, শব্দগুলোয় তোমাকে শুনতে পাই 
 এইভাবে জীবন থেকে তুমি ' চলে যাও,আবার ফিরে আসো
মাঝখানে সংবাদ 
বাঁচতে শেখা,
 কাল  কী হবে ভেবে আজকের আরও দু-চার পেগ 
আজ নেশা, কাল মেশা। 
মৃদু আলো শুধু
আজ অবধি বুঝতে পারি না তোমার বাড়িতে দুধ আসে কেন?
 দুধ তো বৃথা নয়।
একটা প্লাস, মাইনাস খেলা খেলবো ভাবছি জীবন
 উঠছি নামছি, অথচ ভাঙচি না
একতা পরিমিত বোধ নিয়ে মে মাসের রোদ নিয়ে
রবীন্দ্রনাথ জন্মাচ্ছে। 

 

No comments:

Post a Comment

মধ্যবর্তী

একটা বিস্ফোরণ দরকার ছিল  দরকার ছিল একটা সীমা ছাড়ানো চিৎকারের  তোমার বুকের কাপড় সরে গেছে ,আমি রয়ে গেছি মধ্যবর্তী  তোমার নাভির থেকে দাগগুলো যদ...