Sunday, April 4, 2021

দেখুক পাড়া পড়শিতে



দেখুক পাড়া পড়শিতে
...,ঋষি 
.
অলিভ গ্রীন রঙের ব্রা, প্যন্টি 
শুকোতে দেওয়া আছে পবিত্র আশ্রমের দেওয়াল লাগানো চাহুনিতে,
আমরা শুধু সভ্যতা বলি 
অথচ ল্যা মার্টিন ব্রান্ডির ফেভারে ধর্ম খুঁজি 
নিজের পরিধির বাইরে। 
.
সত্যি কথা হলো 
আমি চুরি করি না যতক্ষন চান্স না পাই 
চান্স পেলে বারো থেকে বাহাত্তর যে কোন ফরসা চামড়া নোংরা করতে পারি 
অবসন্ন যোগ্যতায়।
.
সব প্রিমিয়াম ব্রান্ডের লোগো দেখি 
বাজার থেকে খুঁজে সস্তার রোটি, কামড়া, মাকান 
অথচ নিজের মাকানের পাশে বিহারী পানওয়ালা
 তাকিয়ে থাকে বিলেত ফেরত বারান্দায় দাঁড়ানো স্কলার কামড়ার দিকে
যদি পানের রসে একটু ভেজানো যায়। 
কামাসক্ত দীর্ঘশ্বাস 
সভ্যতার গায়ে আজকাল ফোর জি লেগে সোনাগাছি, 
কে কার সোনা খঁজছে প্রতি পাড়ায় 
খবর রাখে সবাই 
তারপর উনিশবিশ ফাঁক বুঝে আঁকশি মারে উত্তমকুমারের লিপে
গোপনে গাই 
দেখুক পাড়া পড়শিতে। 

No comments:

Post a Comment

.একটা কবিতা আমি তুমি

আমার কবিতা পেলেই আমি তুমি হয়ে যাই তোমার মতো আটপৌরে শাড়ি পরি, হাতে কলম কোমড়ে আঁচলটা গুঁজে তোমার মতো উনুনে আঁচ দি  হাঁড়িতে পরিমাণ মত শব্দ, জল...