Saturday, April 24, 2021

অন্তর লিখন



 অন্তর লিখন

... ঋষি  


আজ অবধি একটা আনন্দের কবিতা লেখা হলো না 

এ শহরে প্রতিটা সকাল নিয়ে আসে যুদ্ধ ,

যুদ্ধের একপাশে মানুষ অন্য পাশে সার দেওয়া প্রতিপক্ষ জীবন 

তার মাঝে আনন্দ 

চাষার মুখে পেংগুইন শিক্ষার মতো 

কিংবা একটা দুর্ঘটনা। 

.

আজ অবধি একটা প্রেমের কবিতা লেখা হলো না 

পূর্ণিমা তথা  প্রখর অমাবস্যায়

কৃষ্ণবর্ণ এক ঘোড়ার ক্ষুরের শব্দ শুনতে পাই নিজের গভীরে শুয়ে থাকা জঙ্গলে 

বুকের জঙ্গলে আগুন জ্বলে 

পুড়ে যায় হাজারো প্রেমিকার মুখ 

যাদের বলা হলো না কত ভালোবাসতাম। 

.

আজ অবধি একটা মানুষের কবিতা লেখা হলো না 

এযাবৎ মানুষেরা হেরে গেছে বারংবার ,

ইদানিং এ শহরে রাত্রি নামলে ,

আহত বিবেকের মিছিলে  হেঁটে যায় মানুষ শ্মশানের দিকে I

আড়ম্বরহীন আমার শব্দের চিহ্নও ফুটে ওঠেনা সেভাবে 

সাংকেতিক চিহ্নের মত ছড়িয়ে থাকা উৎসব 

শুধু গা ভাসিয়ে দেওয়া  I

অবিন্যস্ত লেখার টেবিলের দিকে কিছুক্ষণ ঝুঁকে বসে

শিবদের  শরীর ছুঁয়ে দেখি

মানুষেরা হেরে গেছে এ যাবৎ

বারংবার। 

.

বুঝতে পারি না আজকাল কি লিখছি ? কেন লিখছি ?

অখ্যাত কোনো এক স্টেশনে নেমে পড়ি অবহেলায় শব্দের ঝোলা নিয়ে 

বুঝতে পারি না এ শহরে রাত্রি কিংবা দিন 

সংশয়ে জীবন ,

শুধু কলমের নিবে ফুটে ওঠে মানুষের ইতিহাস ,সময়ের ইতিহাস 

না আনন্দ না ,

একটা হাহাকার চিৎকার করে 

মানুষের জন্য ভীতি 

আর আনন্দ সে বোধহয় মিউজিয়ামে সাজানো কিছু ভুল। 

No comments:

Post a Comment

অনবদ্য কবিতা

আমরা কেউই অনবদ্য কবিতা নই আমরা সাধারণ যারা তারা শুধু বেঁচে আছি বেঁচে থাকবো বলে, আমাদের কবিতারা আকাশে উড়তে পারে না শুধু ডানা ঝাপটায়, হঠাৎ  অব...