Wednesday, April 21, 2021

কার্নিশ

কার্নিশ 
... ঋষি 
সন্ধ্যে গাঢ় হলে পুরনো রং ওঠা ফ্ল্যাটের ছাদ থেকে
দুটো শালিখ জায়গা বদল করে,
আর লাল জামা পরে মানুষের অভিমানগুলো বাসা বদলায় 
ফিরে যায় পাখি নিজের গভীরে। 
পাড়ার গলিতে হারানো রেডিওর বেতার তরঙ্গে  সুনসান শব্দ
গতি বদলায় 
পুরনো ছাদনাতলায় বৃদ্ধের ভাবনারা কাশতে থাকে। 
কিশোরীর জঙ্ঘায় ঠোঁট রেখে চাঁদ  আর জানলার গ্রিল
গাঢ় নীল নাইটল্যাম্প মসৃণ কালো এই শহরের গলি মহোল্লায়
নাভি আর যোনির মাঝে দুস্তর কিছু তফাৎ,
ভালোবাসা মুখোমুখি বসে শহর বদলায় 
ভালোবাসার উঠোনে একলা অভ্যাস। 
.
স্টেশনের ভাবনারা সিঙারা,চা বিস্কুট ফেরি করে
অন্ধকারের স্টেশনে তারা চুপ করে দাঁড়িয়ে অপেক্ষায়,
অপেক্ষা বদলায় অর্ধেক যৌবন
অপেক্ষার গায়ে মানুষের থুথুর খয়েরি পানের পিক। 
মানুষ যখন ঘুমিয়ে থাকে
তার মুখের ভেতর জন্মাতে থাকে অনিবার্য তৃষ্ণা 
তৃষ্ণার ছায়ারা রঙ পালটায় ক্যানভাসি আলাপনে
ধূসর থেকে বিষন্ন সবুজ সন্ধ্যা 
ক্রমশ অন্ধকার। 
শহরের জন্মে ভেসে যায় দেড় প্রজন্মের মাতৃভাষা
নক্ষত্র পতন ঘটে 
দুটো শালিখ ছটফট করে অন্ধকার পুরনো ফ্ল্যাটের ছাদের কার্নিশে।

No comments:

Post a Comment

অনবদ্য কবিতা

আমরা কেউই অনবদ্য কবিতা নই আমরা সাধারণ যারা তারা শুধু বেঁচে আছি বেঁচে থাকবো বলে, আমাদের কবিতারা আকাশে উড়তে পারে না শুধু ডানা ঝাপটায়, হঠাৎ  অব...