Friday, September 19, 2014

rishi026@gmail.com

স্পিড আপ
,,,,,,,,,, ঋষি

এনড্রয়েড জামানায় দাঁড়িয়ে স্লোগান
করলে দুনিয়া মুটঠিমে।
গরুর গাড়ির ক্যাঁচকুচ থেকে এরোপ্লেনের উড়ে যাওয়ার
দুরত্ব কয়েক যুগ ,জন্ম মৃত্যুর  আগামী  তলার  দাঁড়িয়ে
কিন্তু সুবোধ নামক সভ্যতার কান আজ ঝালাপালা।
বাঁচার আর্তিতে ,শান্তির আর্তিতে ,পাশে বিবেকের হর্ন
প্লিস রাস্তা দিন গান্ধীজির বাদর এগিয়ে যাবে।
এগিয়ে যাবে সভ্যতা ,,,,
স্পিড আপ ,স্পিড আপ ,স্পিড আপ।

হাসছেন দেখো ঈশ্বর ভদ্রলোক
তার ত্রিনয়নে লেগে থাকা তিনকাল আজ অগ্রগামী।
সময়ের কাঁটায় আজ  স্পিড ,ইঁদুর দৌড়,চাওয়া পাওয়া
সব পিছে ফেলে দেওয়ালে লেগে যাওয়া পাঁচিলে পিঠ আর পাঁচিলের ওপারে
সভ্যতা থমকে যায়।
নৃসংশ মানুষিকতার আক্রমন  মানুষের বেঁচে থাকায়
মানুষের চোখে নোনা জল।
অসংখ্য মানচিত্র পেরিয়ে দেশের পর দেশ
তারপর সভ্যতা হয়তো হারিয়ে যায় মনুষত্বের আঙ্গিনায়।

আজ নয় ,আজ বহুদিন আমরা এগোচ্ছি মৃত্যুর দিকে চাহিদার লিপ্সায়
দুষিত আবহাওয়া ,দুষিত জল ,দুষিত জীবনযাত্রা ,দুষিত ফল।
সেই আদমের হাতের বিষটা  আজ কখন যেন পৃথিবী হয়ে গেছে
জন্মদাত্রী ইভের যোনি থেকে এখন শুধু ধ্বংস।
সৃষ্টির নামে ত্রিনয়ন নাচছে ছিটকে পরছে রক্ত চারিদিকে
কখনো নারী ,কখনো শিশু ,কখনো লোভ ,কখনো কুসংস্কার,
সর্বপরি চেতনা ,সর্বপরি মানুষ হায়।
এগিয়ে যাবে সভ্যতা মৃত্যুর দিকে  ,,,,
স্পিড আপ ,স্পিড আপ ,স্পিড আপ। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...