Tuesday, September 23, 2014

RISHI026@GMAIL.COM

দেশটার কি হয়ে গেল
.............. ঋষি

গৃহপালিত সত্যিগুলি আঁকড়ে ধরে
রোজকার কবরে নিত্য আমাদের কোলাহল।
রাত দশটার খবরে প্রাচীন বৃদ্ধরাও বুলেটিন নেয়
বিশ্বের সুন্দরী রমনীর স্তনের খবর।
কিংবা ধর লেটেস্ট বুলেটিন বিশ্ববিদ্যালয়ে নারী নিগ্রহ
দেশটার কি হয়ে গেল।

এমনতো চিরকালীন সৌন্দর্য্য মাখা আমার বিশ্ব
প্রত্যাহিত ঘুম ভাঙ্গা জাতকরা জন্মান্তরের পায়রা।
প্রাচীন বিশ্বাসের খুপরিতে বক বাকুম ,বক বাকুম
সামুদ্রিক আদ্র হাওয়ায় পিতৃসুত্রে পাওনা
এমনকিছু জড়িবুটি।

ভদ্র সন্তান মায়ের আঁচলে, মায়ের যোনিতে
দৈনন্দিন বলতে থাকে দেশের খবর ,দশের খবর।
নিজের আর পরিবারেরটা যতক্ষণ শিরোনামা নয়
ততক্ষণ হ্যান করেগা ত্যান করেগা ,
রোজকার বেঁচে থাকায়।

রোজকার বেঁচে থাকে দৈনন্দিন বাজারে মৃত সব
পুরো দেশটা যেন মৃতের শবঘর।
হাঁটছে ,চলছে ,জন্মাচ্ছে ,মরছে কেঁচো সব
দেশের খবরে কাজ নেই ,নিজেরটা দেখো,
কি আছে বেঁচে থাকার লুকোনো অভিধানে।

খোঁজো নিজেকে, খোঁজো রোজকার বেঁচে থাকায়
টুকরো টুকরো মিথ্যার সাগরে সত্যির অভাব।
জীবন্ত কারাগারে একটা সত্যি হৃদয়ের অভাব
অভাব বেঁচে থাকার পাতায় বাঁচার মানের
অন্যায়ের প্রতিবাদের সাহসের  ।

দেশটার কি হয়ে গেল ,দেশটার কি হয়ে গেল
এক্সিকিউটিফ থেকে জাতীয় নেতা সবার এক বুলি।
মায়ের পেটে থেকে মায়ের ওমে বাঁচা সদ্যজাতরা
কি দেবে তোমার সন্তানকে ,অগ্রজ সভ্যতার বুলেটিন ।
আর খেয়ে উঠে আঁচিয়ে নেওয়া গুড়গুড়ি
দেশটার কি হয়ে গেল।



No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...