Tuesday, September 16, 2014

শক্তিরুপী তুমি

শক্তিরুপী তুমি
................. ঋষি

চৌকাঠ পেরিয়ে আকাশের রং নীল
তোমরা দেখো নি কখনো।
জীবনের কেরোসিনের লাইনে দাঁড়িয়ে নিজেকে
তুচ্ছ করেছো অবহেলায়।
নিজেকে নগ্ন করেছ সোহাগের আনন্দে
অথচ নিজেকে নগ্ন করে দেখনি  আয়নায় ,
শুধু করুনা করেছো বেঁচে থাকার স্বপ্ন নিয়ে।

রোজ উঠেছো একটা আশা নিয়ে
সবার ভালো হোক ,সবাই সুস্থ থাকুক।
রোজ থেকেছো রান্নাঘরে আজ বহুযুগ হলো
সুখী গৃহীকোন ,সুখী স্বপ্নের আসরে
স্নেহময়ী মা ,দায়িত্বশীল ঘরণী ,বিছানায় বেশ্যা
সেজেছো  অবহেলে।কিন্তু
কিন্তু কখনো কি তোমাকে ভেবেছে কেউ নারী।

শিশু থেকে শুনেছো তুমি বলিপ্রদত্ত
শৈশবের ফেলে আসা ফ্রকের আড়ালে কোথাও
তোমার শরীর উপযুক্ত করা হয় নারী শব্দে।
কোথাও তোমার রূপের চর্চা হয় গলির মোড়ে
ক্লাবের কোনে ,গলি খুপচিতে শুধু শরীর করে।
তুমি বড্ড সস্তা আজ নারী নিজের কারণে
কারণ কখনো নিজের করে নিজেকে ভাবনি।

চৌকাঠের ওপারে তোমার শহরে
সাজানো সম্পর্ক্যের মাঝে তুমি নিত্য ব্যবহৃত,
কোনো অছিলায় তোমায় লুট করে পুরুষের সমাজ।
তুমি কোথায় থাকো নারী ,কোন ঠিকানায়
পুরুষের উরুর মাঝে, না কি সিঁদুরে স্বপ্নে।
এবার তো জাগ্রত হও নারী ,তুমি ছাড়া পৃথিবী অচল
আরেকবার দেবীরূপে আবির্ভূত হও শক্তি রূপে।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...