Friday, September 5, 2014

RISHI026@GMAIL.COM

যন্ত্রণা থেকে
,,,,,,,,,,,,,,,,,, ঋষি

খোলা সাদা পাতায়
অবিন্যস্ত সেই আগত উন্নত তুমি।
উচ্ছল শ্রাবনের ধারায়
গড়িয়ে নামা অশ্রুর মত তুমি।
প্লিস তোমায় একটু ছুঁতে চাই
আমার কবিতার মতো তুমি।

যন্ত্রণার পূর্ণ লগ্নে আকাশের চাঁদ তোমার ঠোঁটে
গড়িয়ে নামে অসংখ্য শাখা প্রশাখায়  তোমার স্পর্শ।
এই হৃদয় জুড়ে আবার আলোড়ন
আবার ছুঁতে চাই কয়েক ফোঁটা কালি।
তোমায় ছুঁয়ে আমায় ছুঁয়ে হৃদয়ের পাতায়
যারা পোড়াতে জানে খালি
কখনো বেলায় কখনো অবেলায়।

স্বপ্নের ঢেউ উচ্ছল নদীর জোয়ারের জলে
লেগে থাকা আগুন শুধু ফুঁসতে থাকে।
কাছে ডাকে খুব গভীরে মনের কোনে
কিছু প্রশ্নের অছিলায় ,কিছু স্পর্শের।
চোখের পাতায় স্বপ্নের নতুন আলো
আমায় ছুঁয়ে দিলে আদরের মতো তুমি।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...