Thursday, September 4, 2014

RISHI026@GMAIL.COM

সভ্যতার শেষদিন
............... ঋষি

অনাবৃত স্তনের উপরে জিভ রেখে
অনেকটা রৌদ্র  তোমার উরুতে মাখাবো।
নিয়েণ্ডারথাল গোষ্ঠীর পুরোনো কনসেপ্টে সাজানো
শরীরের হাড়গুলো তুলে আনবো মাটি থেকে।
সাজাবো ঢেলে সভ্যতা তোমার রক্তে অ্যানথ্রোপলজি বই ঘেটে
আরেকবার আরেকবার আমি সভ্যতা সাজাবো।

ন্যাসানাল জিওগ্রাফির মলাট ছিঁড়ে তুলে আনবো মাটি
সভ্যতার সয়েল ওয়ার্কার আরে স্বাধীনতা কর্মী।
তোমাদের গরম রক্তে  দেশের মানে শেখাবো
শেখাবো টুকরো টুকরো মায়ের যোনির যন্ত্রণার স্বাদ।
তোমাদের আবার দামাল করে
মায়ের মাটিতে বানাবো।

অদৃষ্টের কুরুক্ষেত্রে বাজা পান্চজন্যর শঙ্খ
আবার বাজবে এই মাটিতে সভ্যতার প্রথম দিন।
অন্য সূর্যে সিন্ধু মাতাল ,টলমলে সেই হাঁটা
অনেকখানি কাটিয়ে ফেলে এমন বেঁচে থাকা।
আবার তোমায় আদর করে সদ্যজাত নারী
কুমারী থেকে ফেলে আসা তোমাদের সারি।

অনাবৃত স্তনের উপরে জিভ রেখে
খামচে ধরবো চেতনার শরীরে লুকোনো পাপ।
নিয়েণ্ডারথাল গোষ্ঠীর পুরোনো কনসেপ্টে সাজানো গুহায়
পূড়তে থাকার  পাপ।
সাজাবো ঢেলে সভ্যতা তোমার রক্তে জিওগ্রাফিকাল সার্ভেতে
আরেকবার আরেকবার নগ্ন আমি সভ্যতাকে বানাবো।   

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...