Saturday, September 27, 2014

rishi026@gmail.com




আমার এই কবিতা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির প্রকাশ এর সাথে কোনো ধর্ম বা কোনো ব্যক্তিকে আঘাত করার অভিপ্রায় আমার নেই।

অসময় চর্যাপদ
........................... ঋষি

খোলা চিঠি খবর পেরিয়ে খবরের কাগজ
তারপর বুলেটিন ,তারপর রক্ত ,মাংস আর জীবন।
জীবিকাটা বাদ
জানোয়ারের জীবিকা বোধহয় মানবিক ধর্ষণে।
অনেকটা স্যানগ্লাস লাগানো সময়
ধুরন্ধরে রৌদ্রে চোখ ধাঁধিয়ে যায় ,
আর সময় সে যে কেটেই যায়।

যারা আসছেন রোজ সমাজের চৌরা তক্তায়
যারা নিয়মিত বদলাচ্ছেন সামাজিক চর্যাপদে,
তাদের কথায় ধরুন মাইকে একই স্লোগান।
বদলাচ্ছে দাদা বদলাচ্ছে
আপনাদের ভালো আর আমাদের সময়,
উপর থেকে নিচে নেমে যাচ্ছে।
কোথাও বাদ নেই
জানোয়ারের বিষাক্ত  ছোবল আর ধ্বংস মানবিক অধিকার
দিল্লি থেকে কামদুনি ,সেখান থেকে  ইউনিভারসিটি।
আরেকটু এগোয় যোনির দিকে
৩ থেকে ৭৩ সবটাই যোনি হয়ে যাচ্ছে।

অদ্ভূত প্রহসন নিদ্রিত বিচারকক্ষে
কালো কাপড় বাধা আইনের ভদ্রমহিলা গান্ধারী আজ।
মিথ্যার নাটকে সত্যের উন্মোচনে  অসম্ভব
বুঝছে সবাই তবু মাথা হেলিয়ে যাচ্ছে।
অপদার্থ মানুষের ,অক্ষম সভ্যতার সামাজিক মিথ্যায়
সত্যের পরম মৃত্যু ,মিথ্যা কুরুক্ষেত্রে
কৃষ্ণ আজ যোনির দালাল হাসছে আর হাসছে।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...