Tuesday, September 16, 2014

RISHI026@GMAIL.COM

অন্ধাসুরের কথা
................ ঋষি

কারেন্ট এফেয়ার্সের পাতায় যাকে পাবেন না
পাবেন না দৈত্য গুরু শুক্লাচার্জের কুন্ডলী রচনায়।
এ এক অমর অসুরের কথা
এ আমাদের রোজকার ব্যাথা।
কিন্তু খর্বকায়,ক্ষুদ্র অসুরের বাসভূমি আমাদের রক্ত, হৃদয়ে
আমাদের চেতনার আয়নায় যার কালো রং
ঠিক বুঝেছেন ওনার নাম অন্ধাসুর।

অন্ধাসুরের জন্ম মানুষের হৃদয়ের গভীর কোনে
যেখানে পঞ্চ রিপুর বাসরঘর ,ওঠাবসা জন্মান্তর।
একে  আপনারা দেখতে পাবেন না ,স্পর্শ পাবেন হৃদয়ে
যখন জ্বলে যাবে ,যখন রক্তপাত ,যখন জীবন যন্ত্রণা,
বুঝবেন তখন অন্ধাসুর অন ডিউটি ,আমরা অসহায়।
যখন দেখবেন জাতভেদ ,শরীরভেদ,কুসংস্কার,
মানুষের রক্তে মানুষের আনন্দ ,জ্বলন্ত নরক পৃথিবীর মাটিতে
তখন বুঝবেন অন্ধাসুর আসছে হৃদয়ে ,হৃদয় অন্ধকার।

ঈশ্বর বারংবার খঞ্জরে ধ্বংস করেছেন অসুরকুল
কিন্তু অন্ধাসুরের কিছু করতে পারেন নি কেউ।
মহা ধুরন্ধর এই অন্ধাসুর ,ধুরন্ধর মানুষের চেতনায়
মানুষের বাসনায় ,মানুষের লোভে ,মানুষের অস্তিত্বে বহাল তবিয়তে
বাস করছে। অনেকটা রক্ত বীজের মত ,ধ্বংস আর ধ্বংস।
মানুষের গভীর কোনে ,উদ্ধত ভঙ্গিতে অন্ধাসুরের বীজমন্ত্র
মানুষের ধ্বংস আর এক অন্ধকার জটিল পৃথিবী।  

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...