Saturday, September 13, 2014

কবিতার স্পর্শে

কবিতার স্পর্শে
........... ঋষি

না তোমাকে বলা হয় নি
শব্দদের যন্ত্রনায় উত্পত্তি সেই সোনালী শব্দগুলো।
বিকেলের কফিকাপে তোমার ঠোঁট
আমার জমানো তৃষ্ণায় শুধু রক্তের ছোপ।
তোমাকে এখনো জড়ানো হয় নি
সোনালী আলোয় স্বপ্নের মত কবিতায়।

আজ কাল পরশুর গল্প লিখি
লিখে ফেলি চেনা শব্দে অচেনা তোমাকে।
তোমার শরীর থেকে তুলে আনি স্পর্শ
তোমার হৃদয় থেকে তুলে আনি প্রেম।
প্রতিদিন নিঃস্ব করি নিজেকে
প্রতদিন ধ্বংস করি স্বপ্ন।
তখনি তুমি হাসতে থাকো প্রশ্রয়ে
আমি ছুটে যায় তোমার দিকে
আমি ছুঁতে চাই তোমাকে ভালোবেসে খুব গভীরে
আর তুমি সেই স্বপ্নের কবিতা।

না তোমাকে বলতে পারি নি
রোজকার মৃত হাজারো মুহুর্তদের মাঝে।
রোজকার অসংখ্য  আলাপনের মাঝে
কোথায় যেন,কখন যেন ,আঁচড়াতে থাকো তুমি।
বুকের ভিতর বাজা সিম্ফনিতে তখন কুয়াসা ,দুর্বলতা
তুমি চলে যাও একলা পথে ,আর আমি হাসতে থাকি।  

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...