Sunday, September 7, 2014

rishi026@gmail.com

আমরা করবো জয়
............. ঋষি

বাতাসে মেলে দিয়েছি হাত
বিশাল দীর্ঘ দীর্ঘশ্বাস  নিয়ে এক বিশ্বাসে
আমার শহরে অলিগলিতে চেতনার বাস।

পুজো আসছে ,শরতের মেঘে এক পশলা বৃষ্টি
ইতি উতি ছড়ানো জমকালো ব্যস্ততা লোকানো আস্তিনে
কিছুটা স্তব্ধতা মানুষের মুখ।
উহু যা দিনকাল দৈনন্দিন রোজকার বাজারের ব্যাগে
কুচো মাছ আর কুন্ডলী পাঁকানো জ্যান্ত সাপ
জড়িয়ে ধরে আদরে আমার শহর।

পুজোর ছুটি রেল লাইন ঘেঁষা বস্তির দেওয়ালে বৃষ্টিপাত
অনিবার্য মলমূত্রের গন্ধ ,কেরোসিন লাইন, একটা জীবন।
হাসছে সবাই ,কাঁদতে পারছে না কেউ
কয়েকদিন হলো রেশনের দোকানে মালিক  মরে গেলো।
বেশ আর কি সেই গন্ধ মলমূত্র বারোমাস
থামবে না কোনদিন ব্যস্ত শহরে।

এবার পুজোয় রমা বৌদি পুরি যাচ্ছে টিকিট কনফার্ম
রাত্রে বিছানার চাদরের বৌদির  চুইনগাম।
শুনছো এবার কিছু দিতে হবে না কাউকে ,মা বাবাকে বল অসুবিধা
অসুবিধা শব্দের আস্ফালনে বৃদ্ধ মা বাবা কাঁদছে।
ছি  কাঁদতে নেই ,লোকে দেখবে ,বলবে লোভি
এভাবে রোজ আমার শহর বদলাচ্ছে।

বাতাসে সাথে আমাদের সহবাস
যেদিকে বাতাস বয় ,সেদিকেই যেতে হয়
এভাবেই জানো একদিন আমরা করবো জয়,,, চেতনা।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...