Monday, September 22, 2014

rishi026@gmail.com

শুনছেন সেই মেয়েটা
.............. ঋষি

সেই মেয়েটা
যার বুকের মাঝে জন্মানো সোহাগ মানে
শুধু সময়ের বুকে  ডুকরে কাঁদা।
যার বেবাগ অনিভুতিগুলো অনেকটা বর্ষার নোনা জল
শরীর বেয়ে শাওয়ারে ভেজা মাঝ রাতে।
যার লাল চোখে লেগে থাকে নেশার চাওয়া
একটু ভালো থাকা পবিত্র প্রেমে।

সেই মেয়েটা
যার বেঁচে থাকা মানে আবার একটা দিন
সময়ের সাথে শাড়ির ভাঁজে চর্বি।
জ্বলন্ত উনুনে রান্না হওয়া মাংসের গন্ধ
গলির মোড় থেকে পাওয়া যায়।
যার হৃদয়ে বাস করে মেঘলা সময়
শুধু মেনে নেওয়া নিয়তির আবর্তন  ।

সেই মেয়েটা
যার জন্মানো লগ্নে বাবা বলেছিল
ইশ মেয়ে হলো ,ছেলে চেয়ছিলাম।
যাকে ছোটবেলায় আদরের ছলে আদর করেছিল
পাড়ার দাদা ,কাকা,কত সম্পর্কীয় পুরুষ।
যার সমস্ত সত্বা আটকে গেছিল কৈশোরে বুকের উপর
যেদিন মা বল্লো আজ থেকে তুই বড় হয়ে গেলি।

সেই মেয়েটা
যাকে স্বপ্ন দেখে বহু  কামাসক্ত পুরুষ মাঝরাতে
যাকে ইচ্ছা ,অনিচ্ছায় ধর্ষণ করে সমাজের পাপ।
যাকে পথচলতে চোখ জড়িয়ে যায় অজগর সাপ
জড়িয়ে ধরে অস্তিত্ব নরম বুকে হিংস্র বিকৃত সমাজ।
কখনো বুকে হাত ,কখনো সত্বায় ,কখনো হৃদয়ে
খুব সহজে যাকে ছুঁয়ে ফেলা যায়।


সেই মেয়েটা
আজ মুখোমুখি সমাজের জ্বলন্ত আয়নায়
কিছু বলছে শুনতে পাচ্ছেন।
আমি তো শুনছি দিব্বি রোজকার খবরে
আপনাদের মধ্যে আমিও আছি অসীম চেতনায়।
কই মাছের জান ,মরবে না সহজে
তাই পোড়াচ্ছেন যুগে যুগে ,আর পুড়িয়ে যান। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...