Saturday, June 10, 2017

ভালো থেকো

ভালো থেকো
............ ঋষি
============================================
এক সমুদ্র মেঘ তোমাকে দিলাম
ভালো আছি তাই।
সমুদ্রের শেষ কিনারায় কিছু ইচ্ছা মেঘ আদর রাঙা ছিল
তোমাকে দিলাম।
ভালো থেকো শেষ সীমানায় মিশে যাওয়া আঁধার
আজ আলোর শেষ বিন্দুটা তোমাকে দিলাম।

ভালো আছো
আকাশের গায়ে শেষ বলে কিছু নেই তাই।
ভালো আছি
তোমাকে কাছে পাওয়ার শহরের শেষ গন্ধটা আজও নাকে আছে তাই।
ভালো আছো
এখানে বেঁচে থাকা কোনো শহরের প্রান্তিকতায় উড়তে থাকা ঘুড়ি।
ভালো আছি
কারণ তুমি আছো কোনো পাহাড়ি শেষ সন্ধ্যায়।
ভালো আছো
 শুধু জীবনের আদরে পাওয়া মুহূর্তদের ভিড়।
ভালো আছি
তোমার খেয়ালে রেখে যাওয়া অন্য একটা দিন।

একটা গোটা আকাশ আমি তোমাকে দিলাম
ভালো আছো তাই।
সমুদ্রের কুড়িয়ে পাওয়া অনেকগুলো মুক্ত গাঁথা সাত রঙা ঢেউ
তোমাকে দিলাম।
ভালো থেকো  সকালের ফুটতে থাকা আলোর কয়েক কুচি
আজ কোনো একলা দিনে তোমায় মুহূর্তে ছড়িয়ে দিলাম। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...