Monday, June 12, 2017

নীরবতা

নীরবতা
......... ঋষি
==================================================
অনেকটা বুঝছে  সময়
বিকেলের ফেলে আসা হাড়ে লেগে আছে ক্লান্তির উপকথা।
বারান্দা ফুরিয়ে কফিকাপে লেগে আছে চামড়ার ঠোঁট
সে তোর হোক কিংবা আমার।
এখন ফুরোতে থাকা হিসাবের নায়ক
মাথা খুঁটছে ,কোনো রাঙানি হৃদয়ের প্রেমের উপনিবেশে।

অনেকটা বুঝেছে সময়
ফেলে আসা পথের ধুলো আঙুলের ফাঁক গলা ঘড়ির কাঁটা।
টিক টিক শব্দটা হৃদ্স্পন্দনে বেঁচে থাকা নিবিড়তা
তোর ঠোঁটের হাসিতে লেগে যাওয়া নোনতা চুমু।
মাংসাশী পাখিদের পরিত্যক্ত হাড়-কাঁটা দেখে যাকে কখনো মনে হতো পর্তুগীজ কলোনি
অথবা কখনো মনে হতো তোমার নরম বুকের  ফসফরাস মেশানো ফিসফিস।
রাত্রি ফিরে আসেনি
আসে নি সেই সময়ের দ্বীপে দূর থেকে দেখতে পাওয়া দিকবাতি।
নীরবতা
ফিসফিস কফি ছলকে পরে পুড়ে যাওয়ার  আতংকে তোর ঠোঁট ।

অনেকটা বুঝছে  সময়
বিকেলের শেষ সূর্যাস্তের সাথে তোর নীলচে  রঙের শাড়ি ,আকাশ।
ঝুল বারান্দার কার্নিশে জমতে থাকা ধুলো হৃদয়ের তৃপ্তি
সে তোর কিংবা আমার।
এখন পুড়তে থাকা সময়ের আগুনে আতংক
বাঁচিয়ে রাখা নিজেকে যদি সময় পুড়িয়ে  যায়। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...