Sunday, June 25, 2017

জানলার আকাশ

জানলার আকাশ
............... ঋষি
===========================================
তোমাকে ভালোবাসা
সময়ের গুড়ে পিঁপড়ে হয়ে পুরোটাই হজম।
সময় তোমার নয় গুটিয়ে থেকে বেঁচে থাকার মুহূর্তের মরণ
সময় ভালোবাসার যে মুক্তি আনন্দ খোলা আকাশ।
এক বুক মেঘ আকাশকে ছুঁয়ে যায় ,ছুঁতে চাই বৃষ্টি
আর তখনি মনে পরে আমার তোমায়।

নষ্ট কিছু অবশিষ্ট শরীরে এক পায়ে দাঁড়ানো তালগাছ
রবিঠাকুর মনে বিশাল কোনো আনন্দ।
ওহে রবিঠাকুর মানুষ এখন চারদেয়ালের দাস কোনো অভিশাপ
মানুষের আনন্দ মুক্তিতে।
রোজকার বিলাস ব্যাসন বিছানা বালিশ সব শুধু  বাহানা ভালো থাকার
মানুষের ভালোথাকা মুক্তিতে।
এই বার আগুন লাগলো তো ,কত সব যুক্তিবাদী ,মুক্তি বাদী ,মাওবাদী
সব একদিকে।
আমি শুধু মানুষ বুঝি সত্যি বলি
তাই আমি দাঁড়িয়ে অন্য প্রান্তে মানুষের খোঁজ।
আরে কথাটা মানুষ ভুলেছে বহুদিন
সাথে থাকা মানে পাশে থাকা নয় আর পাশে মানে সাথে।

তোমাকে ভালোবাসা
সে তো খুঁড়তে থাকা কবরের পরে থাকা শেষ নিশ্বাস।
ভালোবাসা ,মানে হলো ভালো বাসা
তোমার সাথে বাস করে কয়জন ও ললনা  .
থুড়ি উত্তরটা একলা মনে খুঁজে পাওয়া অভিশাপ
ভালোবাসা একলা থেকে যায় ,জানলার আকাশে ধরা। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...