আলাদা তৃষ্ণা
........... ঋষি
================================================
তোকে ছুঁয়ে দিলে জ্বর হবে
থার্মোমিটারের বাড়তে থাকা পারদ সমস্ত সময়কে মেঘলা করবে
বৃষ্টি নামবে সেদিন তুমুল দুর্যোগে
তোর কপাল বেয়ে ,ঠোঁট বেয়ে ,তোর বুকে তখন আকাশের দুরু দুরু
কোনো শব্দ হবে না
শুধু বৃষ্টি ভেজা বিকেলে হঠাৎ আলো নিভে যাবে
আচ্ছা এমন করে কি ভালোবাসা যায় ?
আয়নায় দেখা মুখ ,নিজের সাথে সন্ধি ,অসহ্য এই সকালের আলো।
তোর আদ্রতার সাথে মিলে মিশে সময়ের চোখ
শুধু বৃষ্টি হবে।
মিশে যাওয়া সময়ের আলো ,অন্ধকার কোনো হিসেবের সুর
তোর ভিজে ঠোঁটে চুষে নেওয়া জীবন।
আলগোছে তুলে নেওয়া তৃষ্ণারা সব সারি দেওয়া আকাশের পাখি
ঘরে ফিরে যাবে।
আমি তুই একাকী এই পথ ধরে
সময়ের জ্বর।
তোকে ছুঁয়ে দিলে জ্বর হবে
থার্মোমিটারের পারদ ফেটে সময়ের তাপাঙ্কে তখন ভূমিকম্প।
তুই শান্ত হয়ে শুয়ে আছিস আমার বুকে
আর একগাদা ক্লোরোফর্ম মেশানো খিদে বেড়ে চলা জ্বর।
বাইরে তখন তুমুল বৃষ্টি
বিকেল ফুরিয়ে রোদ তোর আমার হৃদয়ে আলাদা তৃষ্ণা
........... ঋষি
================================================
তোকে ছুঁয়ে দিলে জ্বর হবে
থার্মোমিটারের বাড়তে থাকা পারদ সমস্ত সময়কে মেঘলা করবে
বৃষ্টি নামবে সেদিন তুমুল দুর্যোগে
তোর কপাল বেয়ে ,ঠোঁট বেয়ে ,তোর বুকে তখন আকাশের দুরু দুরু
কোনো শব্দ হবে না
শুধু বৃষ্টি ভেজা বিকেলে হঠাৎ আলো নিভে যাবে
আচ্ছা এমন করে কি ভালোবাসা যায় ?
আয়নায় দেখা মুখ ,নিজের সাথে সন্ধি ,অসহ্য এই সকালের আলো।
তোর আদ্রতার সাথে মিলে মিশে সময়ের চোখ
শুধু বৃষ্টি হবে।
মিশে যাওয়া সময়ের আলো ,অন্ধকার কোনো হিসেবের সুর
তোর ভিজে ঠোঁটে চুষে নেওয়া জীবন।
আলগোছে তুলে নেওয়া তৃষ্ণারা সব সারি দেওয়া আকাশের পাখি
ঘরে ফিরে যাবে।
আমি তুই একাকী এই পথ ধরে
সময়ের জ্বর।
তোকে ছুঁয়ে দিলে জ্বর হবে
থার্মোমিটারের পারদ ফেটে সময়ের তাপাঙ্কে তখন ভূমিকম্প।
তুই শান্ত হয়ে শুয়ে আছিস আমার বুকে
আর একগাদা ক্লোরোফর্ম মেশানো খিদে বেড়ে চলা জ্বর।
বাইরে তখন তুমুল বৃষ্টি
বিকেল ফুরিয়ে রোদ তোর আমার হৃদয়ে আলাদা তৃষ্ণা
No comments:
Post a Comment