Coz of light God is alive and Satan is to the dead
.
.এক ঝাঁক আলোর রশ্মি ভিজিয়ে যায় শহরের পথ
সেই পথ ,,,যে পথে হেঁটে চলে প্রতিদিন হাজারো জীবিত যাপন।
মানুষ টুকরো করে শহর তৈরী করে ,তৈরী করে গ্রাম
আর সেই সব বেঁচে থাকায় হঠাৎ অন্ধকার বাসা বাঁধে।
তবু আলো আছে ,আলো থাকবে
আলোতে বাঁচতে চাওয়া মানুষের ক্লোরোফিলিও জৈবিক রসায়ন।
.
যেদিকে আলো বেশি সেদিকেই ঝুঁকবে মানুষ
হয়তো অন্ধকারে পথ বেঁকে যাবে ,হয়তো দূর্বিনীত অন্ধকার পথ আটকাবে
কিন্তু আলো. সে সোজা ছুঁড়ে ফেলে দেবে সব অন্ধকার।
মানুষের বেঁচে থাকাটা আলোর মতো
সকাল থেকে শুধু দৌড় কারণ জীবন ,কারণ বাঁচা
সেটাও তো আলোর খোঁজ।
.
আমাদের রিপুগুলো সব এক একটা অন্ধকার গুম ঘর ,যেখানে আলো পৌঁছোয় না হয়তো
আমাদের বেঁচে থাকা সম্পর্ক ,প্রেম ,অধিকার সব আলোর মতো।
আলোর মতো মানুষের উপস্থিতি গুলো যখন জ্বলজ্বল করে
সেখানে দুঃখ স্পর্শ করতে পারে না,কারণ আলো হলো আনন্দের রূপ।
মানুষ আলোকে নোংরা করে ,করে ফেলে পরিচয়হীন
মানুষি আলোকে পবিত্র করে ,করে দেয় পরিচিত ঈশ্বর।
.
এক ঝাঁক আলোর রশ্মি ভিজিয়ে যায় মানুষের পথ
মানুষের শবঘরে শুয়ে থাকা যাতনাগুলো সব ছোট ছোট অন্ধকার কুঠুরি
মানুষকে জানালা খুলতে হবে ,আলোকে আসতে দিতে।
প্রতিটা জন্ম সর্বদা আলোর মতো ,প্রতিটা সৃষ্টি আলো
মাতৃগর্ভে বেড়ে ওঠা সন্তানের ভ্রুন কিংবা হৃদয়ের জন্ম নেওয়া সবুজ পাতা
সে তো আলো ক্যানভাস ,আর মানুষ আলোর খোঁজ।
.
...ঋষি
No comments:
Post a Comment