Sunday, June 25, 2017

The body


The body is not sin, body is God. Love is the pot of God where the only living creatures live forever


কিছু একটা শুরু হওয়া দরকার
মেঘলা আকাশের পারে প্রেমের কাব্য অনেক হলো চলন্তিকা।
হাত ধরে এই শহরে হাঁটাটা ,,কিংবা তোর ঠোঁটে ডোবার জন্য পারমিশন চায়
সময় নাকি জেলের সুপারের মতো সামাজিক।
অথচ এই শহরে ধর্ষণ খুব সহজ ,,,খুব সহজ তোর নরম হৃদয় ভাঙার অধিকার
সময় নাকি অসুর প্রবণতা নয়  কন্যাশ্রী প্রবণতার সাক্ষী  .
কিন্তু চলন্তিকা আমি যে কবি ,আমার কবি হৃদয়ের শুধু ছুঁয়ে থাকা
সময় কি বোঝে বস্ত্রহরণ নয় এই হৃদয় তোকে ছুঁতে চায়।
.
পাড়ার চায়ের দোকানে দাঁড়িয়ে দেখি কোমল সুলভ পুরুষ পথে হেঁটে আসছে
সমকামীদের মিছিল।
কে বা কারা এই মানুষের বিদ্বেষ কে  প্রেম নাম দিয়েছে
বুঝি না মাঝে মাঝে প্রেম কি শুধু লিঙ্গভিত্তিক কোনো আকুলতা
নাকি শরীরে লুকোনো অঙ্গে  যুদ্ধ  যুদ্ধ খেলা।
ফাইন আর্টের দেওয়ালে কত সব অপূর্ব চলন্তিকা নিজেদের সমাজ দর্শন করে
তুলির প্রলেপে ফুটে ওঠা রোমান ভাস্কর্য্য জানে
শরীর মানে পাপ নয় ,শরীর মানে ঈশ্বর ,শরীর মানে ঈশ্বরের পাত্র
যেখান থেকে ঝরতে থাকা নেশা চিরকাল ।
.
কোনো পুজোর অধিকারে প্রাপ্ত কিছু সংযম সময়ের আইকন
তবু প্রতিদিন এই শহরে ইচ্ছা অনিচ্ছায় ধর্ষণ  বেড়ে যায়।
সে হতে পারে বধূ ,হতে শিশু তবে হতে হবে রমণ যোগ্য  রমণী
ঈশ্বরের দু ইঞ্চি জমি  অসম্মানে সময় ছিঁড়ে খায়
পুরুষ নাকি রাজ্ দণ্ড হাতে সময়ের ঈশ্বর।
প্রেমকি শুধু তবে ফেলনা
তোর ঠোঁটে ঠোঁট রাখাটা চলন্তিকা তবে কি শুধু জাদু
আমি কি ম্যাজিশিয়ান যে পৃথিবী বদলাতে ,কবিতার ভাষা বদলায়।
ক্রমশ নগ্ন থেকে ন্যাংটো তুই দাঁড়াস সময়ের এমন
আমি তখন পুরুষ ,সময়ের অঙ্গীকার।
.
অবাক সব সম্পর্ক
প্রত্যাশার চাপে বিক্রি হয়ে ইঁদুর বেড়াল খেলা।
একই ঘরে বাস করে চারদেওয়াল
সম্পর্ক আজ মানুষের অস্তিত্বের পরে
সেখানে হৃদয় , সেখানে বন্ধন’-এ জড়ানোর তীব্র আকাঙ্ক্ষায় ছুটে চলে  মনের আরাম
‘ভালোলাগা’র রাজপথ থেকে ঈশ্বর নেমে আসে দুর্গন্ধময় রাস্তায়
সবশেষে ‘শুরু’টাই শেষ হয়
পরিচিতির সাথে সন্ধি পরিচয় চিরকাল গোপনে থেকে যায়
‘সম্পর্ক’ নামক শব্দটা আজকাল সংজ্ঞাতে মানায়।
.
by Rishi 
25/6/2017

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...