Sunday, June 4, 2017

কেন

কেন
... ঋষি
==============================================
তোর হৃদয়ে বেয়ে গড়িয়ে নামা ঘাম
আমার হৃদয়ের সুরে বাজতে থাকা ব্যাথা।
সবটাই তুই জানিস
তবু কেন কাছে আসিস  না ?

যে আদরে ছুঁয়ে আছে শ্রাবন
গড়িয়ে নামা বিন্দু বিন্দু জল ,তৃষ্ণা কোনো নদী।
শুধু বয়ে চলা একা
কেন মিশে যায় না ?
কেন মিশে যায় না সময়ের ইচ্ছারা তোর বুকে মাথা রেখে কথা
কেন হেঁটে চলে না তোর সাথে হাত ধরে একা।
কেন একের পর এক দিন কেটে যায়
কেন রাত্রিগুলো  চুপিচুপি  ছুঁয়ে চলে যায়।
যে আদরে ছুঁয়ে যায় শ্রাবন
গড়িয়ে নাম বিন্দু বিন্দু জল তৃষ্না তোর ঠোঁট।

তোর হৃদয়ে বাড়তে থাকা তৃষ্ণা
আমার ঠোঁটে বুকে লেগে থাকা আগুন পুড়ুক এই সময়।
সবটাই তুই বুঝিস
তবু কেন কাছে ডাকিস না ?

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...