Saturday, June 10, 2017

ক্যাকটাস

ক্যাকটাস
............ ঋষি
==============================================================
সরে গিয়ে কতটা দূরে থাকা যায়
সরতে সরতে বালি মেঘ ভাঙা চেতনার ভিড়।
এক কাপ চা আর তোর ঠোঁট
মুহূর্তের বিকেলে গর্জে ওঠা ভিসুভিয়াস বুকে।
মনে থেকে যায়
শুধু সাজানো বাগানে কিছু ফুল মুর্ছে গিয়ে ,ঝরে যায়।

এমন তো কথা ছিল না মোটেই
একের পর এক ঝিনুকের পাতায় পাতায় সাজানো মণিমুক্তো আর কবিতা।
এমন কি কথা ছিল তবে
সরে গিয়ে দূরে থাকা ঝাউ বনে উন্মাদ সেই আদরের রেখা।
কি কথা ছিল ?
সরতে সরতে বালি মেঘ দূরে সরে যায়।
হাজারো বছর পরে একলা দাঁড়ানো সেই দিনটাই তোর ঠোঁটে লেগে থাকা নোনতা মেঘ
এক কাপ চাপ
আজ উষ্ণ ছিল ,হয়তো বা মিষ্টি।
মুহূর্তের গর্জে ওঠা বারুদের আগুন আজ সময় পোড়ায়
পোড়ায় সেই মৃতদেহে তোর কবিতা।

সরে গিয়ে কতটা দূরে থাকা যায়
ভালো থাকা মেঘগুলো গুম হয়ে  জমতে থাকে  হৃদয়ের কোনে।
এক কাপ চা আর তোর ঠোঁট
পিছনে সারি দেওয়া বিকেলের বারান্দায় লেগে যায় ভাসা ভাসা সেই চোখ।
মনে থেকে যায়
শুধু তোর বারান্দার ক্যাকটাসে আজও গোলাপি ফুল।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...