Sunday, June 25, 2017

তার নীরবতা

তার নীরবতা
............. ঋষি
=============================================
তার নীরবতা আমাকে ছুঁয়েছে
মিশরের তামাটে গম্বুজগুলো সব মৃত ফসিলের মিছিল।
আর সেখানে সময়ে মিছিলে মানুষের সেখান উৎসবের দাসত্ব
জীবন নাকি দুর্বল সময়ের সামাজিক মানুষ।
মানুষ পবিত্র ,অঘোষিত কোনো নীরবতার দিনে ভুলতে চায় প্রেম
তবু মনে পরে তাকে ,জীবন বিস্ময়।

বিস্ময়ীত এক যুবক পথ হাঁটে
সে জানে না জীবনের পরে কি আছে ,,শুধু একটা বিস্ময়।
প্রেমিকার বুক ,সময়ের মূল্যে কেনা দু চার মুহূর্ত
একলা রোমন্থন কোনো আদুরে  বৃষ্টির দিনে বিছানার ঘাম।
সে জানে না পথ হাঁটতে
শৈশবের অনকূলতা নিয়ে স্বপ্নের চোখে এগিয়ে আসে পৃথিবীর আলো চিনতে।
জায়গা দিতে হবে ,চিনিয়ে দিতে হবে পরিচয়
জায়গা কি পায়,প্রতিদিন পথে ঘটে হাজারো পরিচয় মুছে যায়।
যুবক সারাদিনের ক্লান্তিতে বাড়ি ফিরে আসে ,,চাকরির খোঁজ
বিস্ময় ঘুমিয়ে পরে চোখে তলায় কালি
আর প্রেমিকার ঠোঁট বিষময়।
জীবন যেখানে হিরোগ্লিফিতে লেখা অজানা কাব্য
সেখানে জন্মগুলো সব নতুন হলেও ভীষণ অপরিচিত এই সময়।

তার নীরবতা আমাকে ছুঁয়েছে
মিশরের তামাটে গম্বুজ যদি প্রেমিকার স্তনাগ্র হয়।
আর সেখানে ছুটে চলা হাজারো মানুষের ভিড়ে মানুষ একলা দাঁড়ায়
কেউ ভুলতে পারে না পিটার খিদে ,শুধু বিস্ময় ভোলে।
মানুষ পবিত্র ধর্মের কাছে পণ করে মিথ্যা বলে সময় সময়
ধন্যবার আজকের সকালটা আমাকে দেওয়ার জন্য।


No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...