Sunday, June 4, 2017

দ্বিতীয় নাগরিক

দ্বিতীয় নাগরিক
,,,,,,,,,,,,, ঋষি
======================================================
হৃদয়ের মাপ বদলাতে বদলাতে
আজ কিছু স্বার্থপর মানুষ নিজের দরজায় সুখী।
ক্রমশ পাকতে থাকা আমার মাথার চুলগুলো সব খুব সত্যি
মানুষ  বলে রং করে নিও।
আমি হাসি কিন্তু বলা হয়ে ওঠে না
মানুষ সময়কে কি রং করে বদলানো যায় ?

ধূলোমলিন পথ পাড়ি দিতে দিতে
মানুষগুলো এখনো প্রতীক্ষাকাতর নিজেদের  হৃদয় দেখাতে ব্যস্ত।
ইলেক্ট্রনিক্স মিডিয়ায় তাদের ক্ষুদার্থ হৃদয় আজও পথ চেয়ে মানুষ খোঁজে
আশ্রয় ,আনন্দ আর সময়।
ভূমিকম্প এলে ,কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষগুলো মরতে থাকে পোকাদের মতো
সেখানে ত্রাণ পৌঁছোয় হয়তো সময়ের পরে।
দেশ কখনো জানি রাজতন্ত্রের সাজে গণতন্ত্রের পোশাক পরে একলা দাঁড়িয়ে
শুধু মিথ্যা অভিনয়ে মানুষ খোঁজে।
এই সময় খুন করে ,ধর্ষণ করে আসামী ছাড়া পেতে পারে
কিন্তু সত্য যে বলে তার মৃত্যু অনিবার্য।
সত্যি বলার জন্য কোনো কবি দেশ ছাড়া হয়
আবার একই কারণ কারো কারো নেমে আসে অকাল মৃত্যু।

হৃদয়ের মাপ বদলাতে বদলাতে
মানুষগুলো যেন  সময়ের সাথে ছোট হয়ে যাচ্ছে।
আজকাল আমি বন্ধ চোখে আর কোথাও মানুষ দেখতে পাই না
শুধু দেখি সময়ের জঙ্গলে কিছু ক্ষুদার্থ দুপেয়ে হায়নার মতো ঘুরছে।
আসলে এখন দাসত্ব মানুষের রক্তে ,মিথ্যে সময়ের সাথে অভিনয় করতে করতে
মানুষগুলো কখন যেন পরাধীন দেশের দ্বিতীয় নাগরিক।  

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...